May Day: দিবস যেথায় অর্থহীন, শ্রমিক দিবসে আক্রান্ত এক ‘শ্রমিকের উপাখ্যান’…

Jalpaiguri: ক্যালেন্ডারে জ্বলজ্বল করছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ছুটির আমেজ সর্বত্র। কিন্তু এহেন দিনে কী যোগ্য মর্যাদা পান তাঁরা?

May Day: দিবস যেথায় অর্থহীন, শ্রমিক দিবসে আক্রান্ত এক 'শ্রমিকের উপাখ্যান'...
অমিত কুমার ঠাকুর (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2022 | 1:13 PM

জলপাইগুড়ি: দিবস যেথায় অর্থহীন। শ্রমিক দিবসের প্রাক্কলেই আক্রান্ত শ্রমিক! মালিকপক্ষের তরফে তোলা দশ লক্ষ টাকা চুরির অভিযোগের ভিত্তিতে ওই হিমঘর কর্মীকে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের সকোয়াঝোড়া ১ নম্বর পঞ্চায়েতের হরিমন্দির এলাকায়। আহত অবস্থায় অভি শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। আহতের পরিবার মালিকপক্ষ পুলিশকে কাঠগড়ায় তুললেও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি।

ক্যালেন্ডারে জ্বলজ্বল করছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ছুটির আমেজ সর্বত্র। কিন্তু এহেন দিনে কী যোগ্য মর্যাদা পান তাঁরা? প্রশ্ন তুলে দেয় শনিবার রাতে জলপাইগুড়ির ধুপগুড়ির ঘটনা। যেখানে ১০ লক্ষ টাকা চুরির অভিযোগ তুলে পুলিশ ফাঁড়ির ভিতরে খুঁটির সঙ্গে বেঁধে অমিত কুমার ঠাকুর নামে ওই শ্রমিককে নির্মমভাবে মারধর করার অভিযোগ ওঠে।

কী ঘটেছিল ঘটনা?

বানারহাট ব্লকের গায়েরকাটা সমাজপাড়ার বাসিন্দা আক্রান্ত শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিমন্দির এলাকার একটি হিমঘরে ঘরে কাজ করেন অমিত। সম্প্রতি তার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে মালিক বজরং আগারওয়াল। অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের না করে মালিক তাঁকে নিয়ে যায় শিলিগুড়ির খালপাড়া ফাঁড়িতে। সেখানেই থাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে প্রহার করা হয়। আক্রান্ত

অমিত বলেন, “মালিক আমায় অভিযোগ লেখাতে খালপাড় ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে আলাদাভাবে তিনি পুলিশের সঙ্গে কিছু কথা বলেন। তারপর হঠাতই পুলিশকর্মীরা আমাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে পেটাতে শুরু করে।” এদিকে, এই ঘটনায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল চক্রবর্তী বলেন, “ঘটনা শুনে আমি গিয়েছিলাম। কোনও রকম লিখিত অভিযোগ ছাড়াই পুলিশকে দিয়ে মালিক নির্মমভাবে মারধর করিয়েছে অমিতকে। বিষয়টিকে কোনওভাবেই বরদাস্ত করা যায় না।”

এদিকে, এই ঘটনায় মালিক বজরং আগারওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে এহেন ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। শ্রমিককে মারধরের ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকার শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও।

আরও পড়ুন: BJP Chaos: দলবদলুদের দেওয়া হচ্ছে অতিরিক্ত সুবিধা, অভিযোগ তুলে জেলা কমিটি থেকে ইস্তফা ১৫ বিজেপি কর্মীর