BJP Chaos: দলবদলুদের দেওয়া হচ্ছে অতিরিক্ত সুবিধা, অভিযোগ তুলে জেলা কমিটি থেকে ইস্তফা ১৫ বিজেপি কর্মীর
North 24 pargana: বিক্ষুব্ধদের চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে।
বারাসত: ডামাডোল জারি গেরুয়া শিবিরে। বিজেপির বারাসত জেলা কমিটির পদ থেকে ইস্তফা দিলেন পনেরো জন। প্রায় ৬৯ জন সদস্যের মধ্য থেকে ইস্তফা দেওয়ায় বর্তমানে কমিটিতে রয়েছেন ৫৪ জন সদস্য। বিক্ষুব্ধদের চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে।
ঠিক কী কারণে ইস্তফা?
ক্ষোভ ছিল অনেক দিন ধরেই। পুরভোটের সময় তা আরও জোরদার হয়। ক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, জেলার বর্তমান সভাপতি তাপস মিত্র স্বজন-পোষণ করছেন। শুধু তাই নয়, পুরভোটের সময়ও তিনি নাকি নিজের পছন্দের প্রার্থীদের টিকিট দিয়েছেন।একই সঙ্গে তাঁদের দাবি নির্বাচনের আগে দল বদল করে যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তাঁদেরকেই অধিক সুযোগ-সুবিধা পাইয়ে দিচ্ছেন তাপস মিত্র। একাধিকবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। এরপরই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা জেলা কমিটির পদ থেকে ইস্তফা দেন।
ইতিমধ্যে গোটা বিষয়টি অভিযোগ জানিয়ে বিক্ষুব্ধরা চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদারকে। ঘটনার বিষয়ে বিক্ষুব্ধ এক বিজেপি কর্মী বলেন, “পুরনির্বাচনে পুরনো প্রচুর কর্মী ওয়ার্ড আগলেছেন, মার খেয়েছেন, তাদের কোনও মূল্য নেই ওনার কাছে। তিনি যা মনে করবেন তাই হবে। আর এতজনের ইস্তফার দায় তাপস মিত্রকে নিতে হবে। পুরভোটে প্রার্থী নির্বাচনে উনি ভুল করেছেন। যাঁরা যোগ্য তাদের না বসিয়ে নিজের পছন্দের মানুষকে টিকিট দিয়েছেন। সেই কারণে আজ আমাদের বিক্ষোভ। ইতিমধ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দেওয়া হয়েছে। যদি তারপরও কোনও কাজ না হয় তাহলে আমরা নিজেদের মতোই কাজ করব নিজেদের ওয়ার্ডে।”
এদিকে, যার বিরুদ্ধে এত অভিযোগ সেই বিজেপির জেলা তাপস মিত্র বলেন, “কারা ইস্তফা দিয়েছে জানা নেই। পার্টির সিদ্ধান্ত যে ৪৫ বছরের নিচে যারা আছেন তারাই জেলা কমিটিতে থাকতে পারবেন। এটা আমার কোনও সিদ্ধান্ত নয়, দলের সিদ্ধান্ত। তাই যারা ইস্তফা দিয়েছেন তাদের অনেকেই ৪৫ বছরের নিচে রয়েছেন। তাঁদের আমি দায়িত্ব দিতেও চেয়েছিলাম। বাকি বিষয় আলোচনা হবে।”
বস্তুত, কয়েকদিন আগেই পাটশিল্পের রুগ্ন দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। জুট কমিশনারের দফতরে অবস্থানের হুঁশিয়ারির পাশাপাশি রাজ্যে চটকল শ্রমিকদের দুরাবস্থার জন্য সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গোয়েলের। এবার সেই অর্জুন সিংয়ের টুইট ঘিরে জোর জল্পনা বিভিন্ন মহলে। শুক্রবার টুইটারে অর্জুন লেখেন, ‘সকলের নজরে নিরপরাধ থাকা সম্ভব নয়। চলো চেষ্টা করি নিজের নজরে নিষ্কলঙ্ক থাকার।’ ব্যারাকপুরের সাংসদের এই ‘আত্মোপলব্ধি’ ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্নের উদ্রেক করেছে। তবে কি এবার অর্জুন নতুন কোনও পথের লক্ষ্যে হাঁটতে চলেছেন, জোর চর্চা তা নিয়েও।
আরও পড়ুন: Arjun Singh : দিল্লিতে আলোচনা ‘ফলপ্রসূ’ না হলে মমতার সময় চাইবেন অর্জুন