AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri Accident: মুখ্যমন্ত্রীর ডিউটি সেরে ফেরার পথেই মারাত্মক অভিজ্ঞতার মুখোমুখি ৯ পুলিশকর্মী

Jalpaiguri Accident: আচমকা গাড়ি যে এভাবে ঢুকে পড়বে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি ওঁরা।

Jalpaiguri Accident: মুখ্যমন্ত্রীর ডিউটি সেরে ফেরার পথেই মারাত্মক অভিজ্ঞতার মুখোমুখি ৯ পুলিশকর্মী
বানারহাটে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যান (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Feb 17, 2022 | 2:37 PM
Share

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী সফরের ডিউটি করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশ ভ্যান। লক্ষ্মীপারা চা বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন ৯ জন পুলিশ কর্মী। এছাড়াও আরও এক জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দাও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বানারহাট থানার লক্ষ্মীপারা চা বাগান মোড়ে পুলিশ কর্মীদের সঙ্গে ভ্যানটি যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পুলিশ ভ্যানের চালক। টালমাটাল অবস্থায় ভ্যানটি রাস্তার পাশেই একটা সাইকেলের দোকানে ঢুকে যায়। দুর্ঘটনার অভিঘাতে টিনের চালের গোটা দোকানটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় ওই দোকানে ছিলেন ২ জন। গাড়িতে থাকা ৯ জন ছিটকে পড়ে যান। আহতরা বানারহাট চিকিৎসাকেন্দ্রে ভর্তি।

বুধবার কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেখানেই কর্তব্যরত ছিলেন ওই পুলিশ কর্মীরা। তাঁরা এদিন ডিউটি সেরে থানায় ফিরছিলেন। কালিম্পঙ জেলার পুলিশ কর্মী তাঁরা প্রত্যেকেই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পুলিশ ভ্যানের গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। রাস্তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। চালক কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই গাড়িটা এদিক-ওদিক করে আচমকাই রাস্তার ধারের একটি সাইকেল সারানোর দোকানে ঢুকে পড়ে।

তখন ওই দোকানে দু’জন ছিলেন। একজন সাইকেল সারাতেই এসেছিলেন। আচমকা গাড়ি যে এভাবে ঢুকে পড়বে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি ওঁরা। দুর্ঘটনার অভিঘাতে গাড়ি থেকে ছিটকে পড়েন পুলিশ কর্মীরা। কারোর হাতে, কারোর মাথায় মারাত্মক চোট লাগে। হাত ভেঙে গিয়েছে অনেকের। স্থানীয় এক বাসিন্দার মাথায় গুরুতর চোট লেগেছে। আহতদের উদ্ধার করে বানারহাট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যানটি বাজেয়াপ্ত করে বানারহাট থানায় নিয়ে আসা হয়েছে । কীভাবে আসলে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ভ্যানের চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

এক প্রত্যক্ষদর্শী বললেন, “আমরা এক মুহূর্ত আগেও ভাবতে পারিনি কী হতে পারে। গাড়ির গতিবেগটা বেশিই ছিল। ভাগ্যিস কেউ চাপা পড়েননি। তবে চোট লেগেছে সবারই। সবাইকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাইকেলের দোকানে ধাক্কা দিয়ে ভাগ্যিস গাড়িটা দাঁড়িয়ে পড়ে। নাহলে আরও বড় বিপদ ঘটতে পারত।”

আরও পড়ুন: IMA Election: প্রকাশ্যে ‘দোর্দণ্ডপ্রতাপ’ শান্তনু ও নির্মল মাঝির বিবাদ, ‘শ্লীলতাহানি’তে অভিযুক্ত চিকিৎসক! রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে বেনজির ঘটনা

আরও পড়ুন: PPP Model School: ‘ইস্ট ইন্ডিয়াও প্রথমে ব্যবসা করতে এসেছিল…’, শিক্ষাব্যবস্থায় বেসরকারিকরণের কি প্রথম ধাপ? উঠছে প্রশ্ন