Jalpaiguri: স্বামীর বাজারে যেতেই প্রেমিককে ঘরে ডাকেন, স্বামীর ঘরেই শাড়িতে ফাঁস লাগিয়ে প্রেমিককে নিয়ে ঝুললেন মহিলা
Jalpaiguri: এলাকাবাসীর দাবি , রবিবার দুপুরে ডলি রায়ের স্বামী বাজারে গিয়েছিলেন, এই সুযোগে ফাঁকা বাড়িতে প্রেমিকা ডলির সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান সঞ্জু অধিকারী। দীর্ঘক্ষণ তাঁরা দরজা বন্ধ করে একসঙ্গে ঘরের ভেতরে থাকেন।

জলপাইগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারবে না পরিবার! সম্পর্কের কথা জানাজানি হতেই লজ্জায় এক সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক ও যুবতী । মৃতের নাম সঞ্জু অধিকারী (২৬) ও ডলি রায় (২২)। দু’জনেরই বাড়ির ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি ফাঁড়ির টুকলিমাড়ি গ্রামে।
এলাকাবাসীর দাবি , রবিবার দুপুরে ডলি রায়ের স্বামী বাজারে গিয়েছিলেন, এই সুযোগে ফাঁকা বাড়িতে প্রেমিকা ডলির সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান সঞ্জু অধিকারী। দীর্ঘক্ষণ তাঁরা দরজা বন্ধ করে একসঙ্গে ঘরের ভেতরে থাকেন। বাড়ি ফাঁকা থাকায় কেউ প্রথমে বুঝতে পারেনি বিষয়টি।
আচমকা মহিলার স্বামী বাড়িতে ফিরে আসেন। গিয়ে দেখতে পান ঘরের দরজা বন্ধ, বেশ কিছুক্ষণ ডাকা ডাকি করেন স্ত্রীকে। কিন্তু ঘরের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে, অন্য পাশ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। তখন দেখতে পান তাঁর স্ত্রীর পরনের শাড়ির দু’প্রান্তে দুজন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।
সঞ্জীতের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় ডাউকিমারি ফাঁড়ির পুলিশকে। পুলিশ গিয়ে শাড়ির বাঁধন কেটে দু’জনের দেহ উদ্ধার করে। পাঠিয়ে দেওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সোমবার মৃত দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে।

