Jalpaiguri Leopard: রান্নাঘর থেকে ভেসে আসছিল অদ্ভুত শব্দ, গিয়ে দেখেন মৃত্যু সামনে দাঁড়িয়ে…

Jalpaiguri Leopard:

Jalpaiguri Leopard: রান্নাঘর থেকে ভেসে আসছিল অদ্ভুত শব্দ,  গিয়ে দেখেন মৃত্যু সামনে দাঁড়িয়ে...
চিতা বাঘের খোঁজ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2022 | 10:41 AM

জলপাইগুড়ি: রাতের খাবার বানিয়ে সবে ঘরে খেতে বসেছিলেন। আচমকাই রান্নাঘর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পারছিলেন গৃহকর্তা। সেটা অনেকটা বাচ্চার কান্নার আওয়াজের মতো। বিষয়টা দেখতেই রান্নাঘরে পা রাখতে শরীর দিয়ে বয়ে যায় হিমস্রোত। একটা চিতাবাঘ রান্নাঘরে ঘোরাফেরা করছে। এর আগে এলাকায় চিতাবাঘের প্রবেশ, ঘরের দরজার সামনে চিতাবাঘের আনাগোনার ছাপ, এসব হয়েছে। কিন্তু এবার একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছে চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের ডায়না চা বাগান এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়না চা বাগানের এক শ্রমিকের বাড়ির রান্নাঘরে চিতাবাঘ ঢুকে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ। ডায়না চা বাগানের আপার লাইনের বাসিন্দা নবীন মির্ধা তাঁর রান্না ঘরের মধ্যে থেকে একটি জন্তুর উপস্থিতি টের পান। রান্না ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল।

নবীনের বয়ান অনুযায়ী, কাছে গিয়ে রান্না ঘুরে উঁকি মারতেই চোখ কপালে উঠে যায়। খালি চোখে তিনি যা দেখেন, তা বিশ্বাস করতে পারছিলেন না প্রথমে। কারণ রান্না ঘরে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। তা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কয়ারের কর্মীদের। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বন কর্মীরা।

জলপাইগুড়িতে চিতাবাঘ

তবে কী করে ঘরের ভেতরে চিতাবাঘ ঢুকে পড়ল, তা এখনও জানতে পারিনি বন কর্মীরা। অনুমান করা হচ্ছে, যেহেতু বাড়ির চারপাশে চা বাগান এবং চা বাগানের মধ্যেই শ্রমিক বস্তি, হয়তো চা বাগান থেকেই কোন ভাবে চিতাবাঘটি খাবারের সন্ধানে সেই রান্নাঘরে ঢুকে পড়ে থাকতে পারে।