Justice Abhijit Gangopadhyay: ‘ধর্মাবতার ওরা আনন্দ পেত’, দুস্থ কচিকাঁচাদের আঁকা ছবি তুলে দিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আর্জি

Justice Abhijit Gangopadhyay: পোস্টে লেখা, 'ধর্মাবতার আপনার পোট্রের্ট এঁকেছে আমাদের স্কুলের কচিকাঁচারা। আপনার হাতে তুলে দিতে চায়। আপনি গ্রহন করলে ওরা খুব আনন্দ পেত।'

Justice Abhijit Gangopadhyay: 'ধর্মাবতার ওরা আনন্দ পেত', দুস্থ কচিকাঁচাদের আঁকা ছবি তুলে দিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আর্জি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 8:22 AM

জলপাইগুড়ি: ছোট-ছোট হাতে রঙ-পেনসিল তুলে নিয়েছে ওরা। এঁকে চলেছে একের পর এক ছবি। আর ওদের পেনসিলের টানে এবার ড্রয়িং খাতার পাতায় ফুটে উঠেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। আর সেই ছবি ফেসবুকে পোস্ট করল গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা। পোস্টে লেখা, ‘ধর্মাবতার আপনার পোট্রের্ট এঁকেছে আমাদের স্কুলের কচিকাঁচারা। আপনার হাতে তুলে দিতে চায়। আপনি গ্রহন করলে ওরা খুব আনন্দ পেত।’

নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক যুগান্তকারী রায় দিয়ে এই মুহূর্তে অন্যতম ব্যক্তি কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি মানুষের মনের মনিকোঠায় যায়গা করে নিয়েছেন। লাগাতার সংবাদ মাধ্যমে আসা তাঁর রায় গুলির ইতিবাচক প্রভাব পড়েছে বাড়ির কচিকাঁচাদের মধ্যেও। তারা এখন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ‘আইকন’ হিসেবে যেন মান্যতা দিয়েছে। তারই নজির দেখা গেল এক স্কুল পড়ুয়াদের মধ্যে দিয়ে।

মূলত জলপাইগুড়ির দুস্থ পরিবারের কচিকাঁচাদের নিয়ে জলপাইগুড়ি রাজবাড়ি পার্কে একটি ছবি আঁকার স্কুল চালায় গ্রীন জলপাইগুড়ি নামে একটি সেচ্ছাসেবী সংস্থা। সেই স্কুলে বিনা পারিশ্রমিকে প্রশিক্ষন দেন চিত্রশিল্পী রাজু দে সহ অন্যান্য চিত্রশিল্পীরা। তাঁরা ল্যান্ডস্কেপ সহ অন্যান্য ছবি আঁকার পাশাপাশি বিখ্যাত মানুষদের ছবি দেখে পোট্রের্ট আঁকানো শিখিয়ে থাকেন। এই সপ্তাহে বিখ্যাত মানুষ ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আর্ট স্কুলের ছাত্র ছাত্রীরা পেনসিল দিয়ে অসাধারণ ভাবে বিচারপতির ছবি এঁকেছে। এবার সেই ছবি বিচারপতির হাতে তুলে দিতে চেয়ে এক ছাত্রীর আবেদন সামাজিক মাধ্যমে পোস্ট করলো সেচ্ছাসেবী সংস্থা। ষষ্ঠ শ্রেণির ছাত্রী দেবযানী সরকার জানায় তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি একে খুব আনন্দিত। কারণ বিচারপতি যেভাবে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষকে সত্যের পথ দেখাচ্ছে তা দেখে তাঁরা অভিভূত। সে চায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্জে ফের যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন তখন তাঁর আঁকা ছবি বিচারপতির হাতে তুলে দিতে পারলে খুব আনন্দিত হবে।

গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি নিয়ে যুগান্তকারী রায় দিয়েছেন বিচারপতি। তাই তাঁকে কুর্নিশ জানাতে এই উদ্যোগ। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি তাদের স্কুলের কচিকাঁচাদের হাতে আঁকা পোট্রের্ট গ্রহন করেন তবে বাচ্চাদের মনস্কামনা পূর্ণ হবে।