জলপাইগুড়ি: বিয়েবাড়িতে ক্যাটারিংয়ের জন্য যাচ্ছিলেন মোট ১৮ জন। একটি ছোটো পিক আপ ভ্যান, আর তাতে ঝুলে-ঠাসাঠাসি করেই ঝুঁকির সফর। যাত্রীভারে কার্যত কাত হয়ে গিয়েছিলেন ভ্যানটি। সময়ে পৌঁছতে গাড়ির গতিবেগ ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। আচমকাই মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়ি ৯০ ডিগ্রি কাত হয়ে উল্টে যায়। ব্যস্ত রাস্তায় সেসময় পিছন থেকে আসছিল একটি অন্য গাড়ি। সেই গাড়ি নিজেকে বাঁচাতে ধাক্কা মারে পাশের একটি গাছে, তারপর রাস্তা থেকে ছিটকে পড়ে নীচে। ভয়ঙ্কর দুর্ঘটনা ধূপগুড়ি ফালাকাটা রাস্তায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। জখম হয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে ১৮ জন যুবক ক্যাটারিংয়ের জন্য ফালাকাটার উদ্দেশে যাচ্ছিলেন। সেসময় জংলিবাড়ি এলাকায় পিকআপ ভ্যানটি রাস্তার মধ্যে আচমকা উল্টে যায়। পিছনে থাকা আরেকটি ছোট গাড়ি বাঁচার জন্য একটা গাছকে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তা থেকে নীচে ছিটকে পড়ে। পুরো ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা।
বিকট শব্দ শুনতে পেয়ে ততক্ষণে ছুটে এসেছেন স্থানীয় বাসিন্দারাও। প্রথমে তাঁরা একটি গাড়িকে দেখতেই পাননি। পিক আপ ভ্যানটিকে তাঁরা দেখতে পেয়েছিলেন। পরে তাঁরা রাস্তার ধারে ছোটো গাড়িটিকে পড়ে থাকতে দেখতে পেয়েছিলেন। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। রক্তাক্ত অনেক যুবকই তখন গাড়ির নীচে বাজে ভাবে চাপা পড়ে ছিলেন। গাড়িটিকে সরিয়ে তাঁদের উদ্ধারে সমস্যা হচ্ছিল স্থানীয়দের। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ।
গাড়ির কিছুটা অংশ কেটে সরিয়ে আহতদের উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলও। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এক জনের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে যান থানার আইসি সুজয় তুঙ্গা এবং পুলিশের বাহিনী। দুর্ঘটনার কারণে ৩১ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।
তবে কী কারণে এই দুর্ঘটনা, তা কিন্তু এখনও স্পষ্ট নয়। এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীর নূর ইসলাম বলেন, “পিকআপ ভ্যানটি নতুন শালবাড়ি এলাকার দিকে যাচ্ছিল। বিয়ের ক্যাটারিংয়ের কাজ করবার জন্য। জংলি বাড়ির কাছে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দে আমরা ছুটে যাই। আহতদের উদ্ধার করি, তার পেছনে আরেকটি মারুতি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, আমরা জানি না।” কীভাবে একটি পিক আপ ভ্যানে ১৮ জনকে তোলা হল, তা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: Purulia: ঘরের জানলা খোলা, হাওয়ায় পর্দা উড়ছিল, মা ও ছেলেকে দেখে স্থবির হয়ে গেলেন প্রতিবেশীরা
আরও পড়ুন: শুধুই দলের প্রচার! কোনও ব্যক্তি প্রচার নয়… সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি মমতার