AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: দুমড়ে মুচড়ে যায়, ভিতরেই আটকে পড়েন, রথের দিন ভয়াবহ দুর্ঘটনা

Jalpaiguri: একটি লরি ধূপগুড়ি থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা একটি আঁদা বোঝাই লরি সরাসরি ধাক্কা মারে সামনের লরিটিকে। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে, দুটি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালকই গাড়ির ভিতরে আটকে পড়েন।

Jalpaiguri: দুমড়ে মুচড়ে যায়, ভিতরেই আটকে পড়েন, রথের দিন ভয়াবহ দুর্ঘটনা
দুর্ঘটনায় আহতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 27, 2025 | 8:08 PM
Share

জলপাইগুড়ি:  রথযাত্রার দিনেই ধূপগুড়ি মহাকুমার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। হরিমন্দির সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি লরির, ঘটনায় গুরুতর জখম হন উভয় লরির চালক। মোহাম্মদ আলতাফ (৩৪) কাশ্মীরের বাসিন্দা, অপরজন রাজেশ পাসোয়ান উত্তরপ্রদেশের বাসিন্দা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি ধূপগুড়ি থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা একটি আঁদা বোঝাই লরি সরাসরি ধাক্কা মারে সামনের লরিটিকে। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে, দুটি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালকই গাড়ির ভিতরে আটকে পড়েন।

দুর্ঘটনার তীব্র শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। পরে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চালকদের উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে ভর্তি করে।

তবে দমকল বিভাগের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার ফোন করার পরও যথাসময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছননি, যা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরাই চালকদের উদ্ধার করে বাইরে এনেছি। দমকল আসতে অনেক দেরি করেছে।”

প্রায় প্রতিদিনই এই এলাকায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত দুটি লরি সরিয়ে নিয়ে হাইওয়ের যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিল হাইওয়েতে ভারী যানবাহনের বেপরোয়া গতির উপর প্রশাসনের নজরদারি কতটা কার্যকর।