John Barla: তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বড় নেতার সঙ্গে সাক্ষাৎ জন বার্লার, বাড়ছে জল্পনা

John Barla: শেষ পঞ্চায়েত নির্বাচনে মেহেবুব আলমের স্ত্রী সেলিনা বেগম নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন। জয়ীও হন। অন্যদিকে মেহেবুব আলাম বর্তমানে আবার বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সহ-সভাপতির দায়িত্ব রয়েছেন।

John Barla: তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বড় নেতার সঙ্গে সাক্ষাৎ জন বার্লার, বাড়ছে জল্পনা
জন বার্লা

| Edited By: জয়দীপ দাস

May 27, 2025 | 4:33 PM

মেটেলি: কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন। এবার বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সহ-সভাপতি মেহবুব আলম ওরফে বুলবুলের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন জন বার্লা। সঙ্গে ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। তাঁদের এই সাক্ষাৎপর্ব নিয়েই এখন জোরদার চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে। মেহেবুব আলমের দলবদল নিয়েও শুরু হয়েছে চাপানউতোর। চলছে জল্পনা, গুঞ্জন। যদিও এটাকে সৌজন্য-সাক্ষাৎ হিসাবেই দেখার কথা বলছেন বার্লারা। 

সোমবার সকালেই দক্ষিণ ধুপঝোরার মেহেবুব আলমের বাড়িতে যান বার্লারা। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা চলে। তবে সেখানে কোন বিষয় উঠে এসেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। 

এদিকে শেষ পঞ্চায়েত নির্বাচনে মেহেবুব আলমের স্ত্রী সেলিনা বেগম নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন। জয়ীও হন। অন্যদিকে মেহেবুব আলাম বর্তমানে আবার বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সহ-সভাপতির দায়িত্ব রয়েছেন। মেহেবুব প্রসঙ্গে বার্লা বলছেন, এটা শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ। আমার হাত ধরেই উনি বিজেপিতে এসেছিলেন। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। তাই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। অন্যদিকে মেহেবুব বলছেন, রাজনীতির কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়নি। তাঁর কথায়, জনদার সঙ্গে বহুদিন একসঙ্গে রাজনীতি করেছি। আজ সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছিলেন। তবে ঘাসফুলে যোগদানের জল্পনায় জল ঢেলে তিনি জানান, তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্নই নেই।