BJP Joining: ‘এখন BJP ভাল লাগছে তাই আর কী…’,TMC ছাড়তেই ‘ভাবলেশহীন’ উত্তর দলবদলুদের

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2024 | 10:01 AM

Dhupguri: জানা গিয়েছে, যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়। এছাড়াও ছিলেন ধুপগুড়ি বিধানসভার বিজেপির কনভেনার চন্দন দত্ত,বিজেপি মণ্ডল সভাপতি কমলেশ সিংহ রায় প্রমুখ। যে সকল সদস্যরা দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁদের দাবি, তৃণমূলে থাকাকালীন তাঁরা কোনও সুবিধা পাননি।

BJP Joining: এখন BJP ভাল লাগছে তাই আর কী...,TMC ছাড়তেই ভাবলেশহীন উত্তর দলবদলুদের
বিজেপি-তে যোগদান
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ধূপগুড়ি: প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে তৃণমূলের। তারপরও অব্যাহত দলবদলের হিড়িক। প্রায় শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপি-তে। ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫/৭৪ বুথে এই যোগদান সভা আয়োজিত হয়েছিল।

জানা গিয়েছে, যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়। এছাড়াও ছিলেন ধুপগুড়ি বিধানসভার বিজেপির কনভেনার চন্দন দত্ত,বিজেপি মণ্ডল সভাপতি কমলেশ সিংহ রায় প্রমুখ। যে সকল সদস্যরা দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁদের দাবি, তৃণমূলে থাকাকালীন তাঁরা কোনও সুবিধা পাননি। বিপদেও দল পাশে দাঁড়ায়নি। সেই কারণে তৃণমূলে ছেড়ে তাঁরা বিজেপিতে যোগদান করেছেন।

এ প্রসঙ্গে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “প্রায় সত্তর জন যোগদান করলেন। বেশিরভাগই সংখ্যালঘু। তৃণমূল কীভাবে অপশাসন করছে সকলে জানে। বগটুই, সন্দেশখালি হল জলন্ত উদাহরণ তার। মা-বোনেদের উপর অত্যাচার দেখেই সাধারণ মানুষ যোগদান করলেন।” অপরদিকে, তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী মনসুর আলি বলেন, “আমাদের এখন ভারতীয় জনতা পার্টি ভাল লাগছে। তাই সত্তর জন লোক তৃণমূল ছেড়ে বিজেপি-তে এসেছি। জয়ন্তদার হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলাম।”

Next Article