BJP Joining: ডুয়ার্সের চা বলয়ে শক্তি বাড়ল বিজেপির, তৃণমূল ছাড়ল ৩৫০ পরিবার
BJP Joining: এদিকে ৩৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় শাসকদল অস্বস্তিতে পড়ল বলে দাবি বিজেপির। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙরাও।

নাগরাকাটা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ডুয়ার্সের চা বলয়ে শক্তি বাড়ল বিজেপির। রবিবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে প্রায় ৩৫০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিলেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা।
এদিন ধরণীপুর চা বাগান সংলগ্ন এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয়। আর সেই কর্মসূচিতেই প্রায় ৩৫০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদানকারীদের বক্তব্য, বিগত কয়েক বছর ধরে ডুয়ার্সের চা বলয়ে তেমন উন্নয়ন করতে পারেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। তাই উন্নয়নের নিরিখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তাঁরা।
এদিকে ৩৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় শাসকদল অস্বস্তিতে পড়ল বলে দাবি বিজেপির। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙরা, বিজেপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ ভুজেল-সহ অন্যরা।
চা শ্রমিকদের যোগদান নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, “নাগরাকাটা ব্লকে ১৯টি চা বাগান রয়েছে। চা বাগানের কর্মীদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। এর পর আর পিছনে যাওয়া যাবে না। তাই, তাঁরা সামনে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিতে যোগদান করেছেন। যেভাবে চা শ্রমিকরা এগিয়ে আসছেন, আগামিদিনে এখানে বিজেপি ছাড়া আর কোনও দলকে খুঁজে পাওয়া যাবে না।”





