Jalpaiguri: তাপমাত্রার পারা নেমেছে ৮ ডিগ্রিতে, হাড় কাঁপানো শীতেই অর্ধনগ্ন হয়ে চলল প্রতিবাদ
Jalpaiguri: এদিন এই আন্দোলনের জেরে বন্দে ভারত এক্সপ্রেস সহ আরও অনেক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে যায়। চরম দুর্ভোগ হয় যাত্রীদের। ক্ষোভেও ফেটে পড়েন অনেকে।
জলপাইগুড়ি: পৃথক কামতাপুর রাজ্য, কামতাপুর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, জীবন সিংহর সঙ্গে দ্রুত শান্তি চুক্তির দাবিতে প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদে AIKSU-র সদস্যরা। এদিকে শুক্রবার জলপাইগুড়ি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতের সকালে রেল রোকো আন্দোলন চলাকালীন অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়নের কিছু সদস্য গায়ের প্রায় সমস্ত জামাকাপড় খুলে হাফ প্যান্ট পরে কার্যত অর্ধনগ্ন হয়ে ময়নাগুড়ির বেতগাড়া রেল স্টেশন সংলগ্ন নুনিয়া বাড়ি এলাকায় রেল লাইনের ওপর নেমে পড়লেন। শুরু করলেন বিক্ষোভ প্রতিবাদ।
এদিন এই আন্দোলনের জেরে বন্দে ভারত এক্সপ্রেস সহ আরও অনেক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে যায়। চরম দুর্ভোগ হয় যাত্রীদের। ক্ষোভেও ফেটে পড়েন অনেকে। দীর্ঘ সময় পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
আকসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক বর্মন বলেন, আমাদের এখানে কিছুই নেই। কর্মসংস্থান নেই। কাজ খুঁজতে আমাদের এখানকার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা ভিন রাজ্যে চলে যাচ্ছেন। কেউ কেউ দিন মজুরি পর্যন্ত করতে বাধ্য হচ্ছেন। আমাদের সব শেষ করে দেওয়া হয়েছে। আমাদের কামতাপুর রাজ্য চাই। তাই আজ আমাদের সদস্যরা অর্ধনগ্ন হয়ে আলাদা রাজ্যের দাবি জানালো। কাজ না হলে এরপর আরও বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।