Jalpaiguri King Cobra: কিং কোবরাকে ঠান্ডা জল খাওয়ালেন বনকর্মীরা

Jalpaiguri King Cobra: জানা গিয়েছে, শনিবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের চাকুলার হাট এলাকায় একটি ধানের ক্ষেতে কাজ করছিলেন কৃষকরা। আচমকাই তাঁরা দেখতে পান ক্ষেতের মাঝে ঘুরছে বেড়াচ্ছে বিশাল লম্বা একটি সাপ। এরপর তারা সেখান থেকে পালিয়ে গিয়ে খবর দেন বনদফতরে।

Jalpaiguri King Cobra: কিং কোবরাকে ঠান্ডা জল খাওয়ালেন বনকর্মীরা
কিং কোবরা খেল জল Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 6:55 PM

জলপাইগুড়ি: চাঁদি ফাটা রোদে প্রায় ঘণ্টা খানেক লুকোচুরি খেলে অবশেষে ধরা দিল একটি ১২ ফুট লম্বা কিং কোবরা। সাপটিকে উদ্ধারের পর পরিবেশ কর্মীরা লক্ষ্য করেন বিশালাকার ওই সাপটির হয়ত জল পিপাসা পেয়েছে। তাই তাঁকে বাঁচাতে জল পান করিয়ে বনদফতরে হাতে তুলে দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা।

জানা গিয়েছে, শনিবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের চাকুলার হাট এলাকায় একটি ধানের ক্ষেতে কাজ করছিলেন কৃষকরা। আচমকাই তাঁরা দেখতে পান ক্ষেতের মাঝে ঘুরছে বেড়াচ্ছে বিশাল লম্বা একটি সাপ। এরপর তারা সেখান থেকে পালিয়ে গিয়ে খবর দেন বনদফতরে। খবর পেয়ে বনকর্মীরা এসে দেখেন এটি একটি কিং কোবরা। এরপর তারা খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে। খবর পেয়ে টিম নিয়ে এলাকায় পৌঁছন তিনি।

এই বিষয়ে বনকর্মী নন্দু রায় জানান, “এটি একটি মহিলা কিং কোবরা ছিল। প্রথমে ধান ক্ষেতে ঘোরাঘুরি করছিল। এরপর কোনও ভাবে সাপটি চলে যায় পাশে থাকা বেগুন ক্ষেতে। আমরা গিয়ে দেখি প্রচুর গ্রামবাসী সেখানে ভিড় করে আছে। এরপর আমরা প্রথমে তাদের মধ্যে সচেতনতা প্রচার করে সরিয়ে দেই। তারপর আমরা ও বনদফতরের কর্মীরা মিলে প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে খাঁচা বন্দি করি। এরপর দেখতে পাই প্রখর রোদে সাপটি দৌড়াদৌড়ি করাতে হাঁপিয়ে উঠেছে। এরপর আমরা তাঁকে প্রথমে ঠান্ডা জল খাওয়াই। এরপর গরুমারা প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে সেখানে তার শারীরিক পরীক্ষা করা হয়। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় তাকে গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এই নিয়ে গত দু মাসে ময়নাগুড়ি ব্লকে তিনটি কিং কোবরা উদ্ধার করা হল।”