AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: তাদের তোলা ১০ সেকেন্ডের ভিডিয়োটাই যে এত বড় কাজ করবে, ভাবতেও পারেনি দম্পতি, পেল পুরস্কারও

Jalpaiguri: রাজু রায়ের দেওয়া গাড়ির তথ্য পেতেই তৎপর হয় জলপাইগুড়ি জেলা পুলিশ। এরপর বৈকুণ্ঠপুর জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীদলের পাঁচ জনের মধ্যে চার জনকে গ্রেফতার করে পুলিশ।

VIDEO: তাদের তোলা ১০ সেকেন্ডের ভিডিয়োটাই যে এত বড় কাজ করবে, ভাবতেও পারেনি দম্পতি, পেল পুরস্কারও
ঝুঁকি নিয়ে তোলা হয় ভিডিয়োImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 23, 2025 | 7:54 PM
Share

জলপাইগুড়ি: রাতের অন্ধকারে সাহস করে ভিডিয়োটা তুলেই ফেলেছিল দম্পতি, ভাবতেও পারেননি, তাঁদের তোলা ওই ভিডিয়ো পুলিশকে এত সাহায্য করবে। ওই দম্পতির তোলা ভিডিয়োর সাহায্যেই লাখ লাখ টাকা উদ্ধার করে ফেলল পুলিশ। সাহায্য করার জন্য দম্পতিকে পুরস্কারও দেওয়া হয়েছে।

জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার ঘটনা। গত ১৪ জুন ওই দম্পতি গাড়িতে যেতে যেতে ভিডিয়োটি রেকর্ড করেছিল তারা। কিছুটা ঝুঁকি নিয়েই অন্ধকার রাস্তায় মোবাইলে বন্দি করেন পুরো ঘটনাটা। তা থেকেই গাড়ির নম্বরটা স্পষ্ট হয়ে যায় পুলিশের কাছে। উদ্ধার হয় ৫৮ লক্ষ টাকা।

জানা গিয়েছে, ওই দিন ময়নাগুড়ির বৌলবাড়ি দিয়ে নিজের পরিবারকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাজু রায়। হঠাৎ এটিএম কাউন্টারে কিছু অসংলগ্ন কাজের আভাস পান তিনি। এরপরই তিনি গাড়ির পিছু ধাওয়া করেন ও গাড়িটির ভিডিয়ো তোলেন। তারপর সেটা পুলিশের হাতে তুলে দেন।

রাজু রায়ের দেওয়া গাড়ির তথ্য পেতেই তৎপর হয় জলপাইগুড়ি জেলা পুলিশ। এরপর বৈকুণ্ঠপুর জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীদলের পাঁচ জনের মধ্যে চারজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় লুঠ হওয়া কয়েক লক্ষ টাকা। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়িত্ব পালনের জন্য রাজু রায়কে সংবর্ধনা জ্ঞাপন করেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। আসলে ওইদিন এটিএম ভেঙে চুরি করছিল দুষ্কৃতীরা। তাদেরই ধাওয়া করেছিল ওই দম্পতি।

রইল সেই ভিডিয়ো