Jalpaiguri News: পুজোয় ডেঙ্গি নয়, ঝাড়ু হাতে রাস্তায় নামলেন জেলাশাসক, পুলিশ সুপার
Jalpaiguri News: মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির বাবু পাড়ায় সেই অভিযান চলছিল। টিম নিয়ে সামিল হয়েছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন এবং পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে।
জলপাইগুড়ি: পুজোর মুখে ডেঙ্গির বাড়বাড়ন্ত ঘুম ছুটিয়েছে সাধারণ মানুষের। ডেঙ্গি রুখতে এবার আরও তৎপর হল প্রশাসন। রাস্তা পরিষ্কার করতে পথে নামলেন খোদ জেলাশাসক ও পুলিশ সুপার। জলপাইগুড়ি জেলা প্রশাসনের দুই শীর্ষ আধিকারিককে মঙ্গলবার পথে নামতে দেখা গিয়েছে। তাঁদের ঝাড়ু হাতে নামতে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই সেই অভিযানে সামিল হন।
মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির বাবু পাড়ায় সেই অভিযান চলছিল। টিম নিয়ে সামিল হয়েছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন এবং পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। তাঁদের সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অসীম হালদার, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল ও তাঁর টিম। এছাড়া শহরের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন সেই অভিযানে। সকলে মিলে তাঁরা জলপাইগুড়ির বাবুঘাট সংলগ্ন এলাকা সাফাই করেন।
রাজ্যের অন্যান্য জেলায় ডেঙ্গি কার্যত মহামারীর আকার নিয়েছে, মৃত্যুও হয়েছে অনেকের। জলপাইগুড়ি জেলায় এই পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে যায়নি। গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
মিনু রাউত নামে এক সাফাই কর্মী জানিয়েছেন, এভাবে দুই শীর্ষ আধিকারিককে সাফাই করতে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। জেলাশাসক শামা পারভিন জানান, ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় প্রশাসন। পুজো যাতে ডেঙ্গি-মুক্ত থাকে, সেটাই লক্ষ্য বলে জানিয়েছেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে।