Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram: হাতির তাড়া খেয়ে জঙ্গলেই নিখোঁজ হয়ে যান ব্যক্তি, খোঁজার দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ

Jhargram: শুক্রবার দুপুরে বেশ কিছু গ্রামবাসীদের সঙ্গে গোপাল ছাগল চরাতে যান। হটাৎই জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে, তা দেখে সবাই প্রাণে বাঁচতে ছুটে পালায়। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি গোপালের

Jhargram: হাতির তাড়া খেয়ে জঙ্গলেই নিখোঁজ হয়ে যান ব্যক্তি, খোঁজার দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 7:18 PM

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জিতুসোলে ৫ নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ দেখালেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের ঝিনকির জঙ্গলে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। নিখোঁজ ওই ব্যক্তির নাম গোপাল মাহাত। বাড়ি ঝাড়গ্রামের জিতুশোল গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বেশ কিছু গ্রামবাসীদের সঙ্গে গোপাল ছাগল চরাতে যান। হটাৎই জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে, তা দেখে সবাই প্রাণে বাঁচতে ছুটে পালায়। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি গোপালের। প্রায় দু’দিন অতিক্রান্ত, এখনও পাওয়া যায়নি গোপাল মাহাতোর।

বনদফতর ও প্রশাসনের পক্ষ থেকে কোনও সাহায্য না পাওয়ার অভিযোগ তুলে  ঝাড়গ্রাম জিতুশোল এলাকায় পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। এদিন ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার রাজ্য সড়কের জিতুশোল এলাকায় পথ অবরোধ করতে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে নিখোঁজ ব্যক্তির তল্লাশি চালানো হোক। ড্রোন দিয়ে জঙ্গলে তল্লাশি চালালেও এখনও ওই ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি।