Jhargram Deadbody Recover: মাথার পিছনে লেগে চাপ রক্ত, উল্টে পড়ে রয়েছেন বৃদ্ধ, কারণ খুঁজতে ধন্দে পুলিশও
Jhargram: ঝাড়গ্রাম শ্রীরামপুর এলাকার ঘটনা। মৃতের নাম প্রমথ নাথ গায়েন (৭২)। শ্রীরামপুর প্রাইমারি স্কুলের সামনে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
ঝাড়গ্রাম: রবিবার হয়েছে দ্বিতীয় দফার পুরভোট। আর তারপর লাগাতার অশান্তির অভিযোগ তুলেছে বিরোধীরা। জেলায়-জেলায় দেদার ভোটলুঠ, ছাপ্পার খবর এসেছে। শুধু তাই নয় পড়েছে বোমা, বিভিন্ন চলেছে গুলি। মার খেতে হয়েছে সংবাদ মাধ্যম থেকে খোদ পুলিশ কর্মীকে। এই সকল অশান্তির প্রতিবাদে সপ্তাহের শুরুতেই সোমবার ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি। জেলায়-জেলায় সেই নিয়ে কম উত্তেজনার খবরও সামনে আসেনি। এদিকে, ভোট মিটতেই এক বৃ্দ্ধের মৃতদেহ উদ্ধার হয় একজনের মৃতদেহ। গোট ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঝাড়গ্রামে।
ঝাড়গ্রাম শ্রীরামপুর এলাকার ঘটনা। মৃতের নাম প্রমথ নাথ গায়েন (৭২)। শ্রীরামপুর প্রাইমারি স্কুলের সামনে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের মাথার পিছনে ভারি বস্তুর আঘাত রয়েছে। মৃতদেহের পাশে একাধিক রক্তাক্ত বাঁশের লাঠি উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক ধারণা কোনও বচসার জেরেই লাঠি দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে তাকে। ঘটনাস্থল থেকে একাধিক চটিও উদ্ধার হয়েছে। এদিকে, মৃতের ছেলের বক্তব্য, বাবা মদ খেতেন বলে রাতে বাড়িতে থাকতেন না। তবে বাবার কোনও শত্রু ছিল না। কোনও রাজনীতির সঙ্গে কোনও রকম যোগাযোগ নেই। কে বা কারা মেরেছে বুঝতে পারা যাচ্ছে না।
এলাকা এক বাসিন্দা বলেন, ‘ওনার ছেলে আমায় ফোন করেছিল। বলল যে বাবাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এটা জানার পর এসে দেখি ওনার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি কাকু বলেই ডাকতাম। সম্পর্ক খুব ভালো ছিল। এক সময় এখানকার আমি কাউন্সিলর ছিলাম। তাই আমি চাই কাকুকে এইভাবে যারা খুন করল তাদের যেন উচিৎ শাস্তি হয়।’
পুলিশেরও প্রাথমিক ধারনা মদ খাওয়ার সময় কোনও বচসা হয় আর তার কারণেই এই খুন। তদন্ত শুরু হয়েছে। একাধিক প্রমাণ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: BJP Bangla Bandh: পতাকা হাতে দৌড়চ্ছেন বিজেপি কর্মী, পিছনে পুলিশ! তারপর যা হল…
আরও পড়ুন: Saayoni Ghosh: হিন্দি গানের কলি গেয়েই প্রচারে মাত, সায়নি বললেন ‘মমতা ঝুঁকেগা নেহি…’