Narendra Modi: ‘রামকৃষ্ণ মিশনের অপমান বাংলা সহ্য করবে না’, নিন্দায় সরব মোদী

Gaya Dandapat | Edited By: Soumya Saha

May 20, 2024 | 11:53 PM

Narendra Modi: 'বিতর্কিত' ওই মন্তব্যের কড়া সমালোচনা করে মোদী বলেন, "কোনওদিন কোনও দেশবাসী ভেবেছিল এমন হতে পারে? কিন্তু ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে তৃণমূল সীমা ছাড়িয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের অপমান, আমাদের সাধু-সন্তদের এই অপমান বাংলা কোনওদিন সহ্য করবে না।"

Follow Us

ঝাড়গ্রাম: সাধু-সন্তদের নিয়ে তৃণমূল সুপ্রিমোর ‘বিতর্কিত’ মন্তব্যের তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন ঝাড়গ্রামে (Jhargram) লোকসভা ভোটের প্রচারে এসে ওই ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য তৃণমূল শিবিরকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। কড়া সমালোচনা করে মোদী বলেন, “কোনওদিন কোনও দেশবাসী ভেবেছিল এমন হতে পারে? কিন্তু ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে তৃণমূল সীমা ছাড়িয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের অপমান, আমাদের সাধু-সন্তদের এই অপমান বাংলা কোনওদিন সহ্য করবে না।”

শুধু এইটুকু বলেই থামেননি প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর আত্মিক টানের কথাও আজ ঝাড়গ্রামের নির্বাচনী প্রচারসভা থেকে মনে করিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গোটা দেশ জানে, আমার জীবন গঠনে রামকৃষ্ণ মিশনের কত বড় অবদান রয়েছে… রামকৃষ্ণ মিশনের প্রতি আমার কতটা টান রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পরও যখনই সুযোগ পেয়েছি, রাত্রিবাস করার প্রয়োজনে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে গিয়ে থাকি।”

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচার পর্বে গত শনিবার সাধু-সন্তদের প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা, বিশেষ করে বিজেপি শিবির ওই মন্তব্যকে ইস্যু করে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে রাজ্যের শাসক শিবিরকে। বিতর্কের আবহে এবার তৃণমূল কংগ্রেসকে কড়া সমালোচনায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘাসফুল শিবিরকে কড়া আক্রমণ শানিয়ে মোদীর বক্তব্য, ‘ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে তৃণমূল সীমা ছাড়িয়ে যাচ্ছে।’

ঝাড়গ্রাম: সাধু-সন্তদের নিয়ে তৃণমূল সুপ্রিমোর ‘বিতর্কিত’ মন্তব্যের তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন ঝাড়গ্রামে (Jhargram) লোকসভা ভোটের প্রচারে এসে ওই ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য তৃণমূল শিবিরকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। কড়া সমালোচনা করে মোদী বলেন, “কোনওদিন কোনও দেশবাসী ভেবেছিল এমন হতে পারে? কিন্তু ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে তৃণমূল সীমা ছাড়িয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের অপমান, আমাদের সাধু-সন্তদের এই অপমান বাংলা কোনওদিন সহ্য করবে না।”

শুধু এইটুকু বলেই থামেননি প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর আত্মিক টানের কথাও আজ ঝাড়গ্রামের নির্বাচনী প্রচারসভা থেকে মনে করিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গোটা দেশ জানে, আমার জীবন গঠনে রামকৃষ্ণ মিশনের কত বড় অবদান রয়েছে… রামকৃষ্ণ মিশনের প্রতি আমার কতটা টান রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পরও যখনই সুযোগ পেয়েছি, রাত্রিবাস করার প্রয়োজনে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে গিয়ে থাকি।”

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচার পর্বে গত শনিবার সাধু-সন্তদের প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা, বিশেষ করে বিজেপি শিবির ওই মন্তব্যকে ইস্যু করে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে রাজ্যের শাসক শিবিরকে। বিতর্কের আবহে এবার তৃণমূল কংগ্রেসকে কড়া সমালোচনায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘাসফুল শিবিরকে কড়া আক্রমণ শানিয়ে মোদীর বক্তব্য, ‘ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে তৃণমূল সীমা ছাড়িয়ে যাচ্ছে।’

Next Article