‘কে কার হাত ভাঙে দেখা যাবে’, কল্যাণকে পাল্টা নিশানা ‘বাহুবলী’ অর্জুনের

ভোট যত এগিয়ে আসছে, ততই কুকথার তোড় বাড়ছে রাজনৈতিক নেতাদের। হুমকি, হুঁশিয়ারি রোজকার বিষয়।

'কে কার হাত ভাঙে দেখা যাবে', কল্যাণকে পাল্টা নিশানা 'বাহুবলী' অর্জুনের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 10, 2021 | 12:03 PM

উত্তর ২৪ পরগনা: অর্জুন-গড় ব্যারাকপুরে দাঁড়িয়ে শনিবারই হাত ভাঙার ‘হুমকি’ দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টাও কাটেনি। পাল্টা হুমকি এল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কাছ থেকে, ‘কে কার হাত ভাঙে দেখা যাবে’।

আরও পড়ুন: সমুদ্র থেকে ভেসে এল দেহাংশ, তবে কি সমুদ্রগর্ভেই তলাল ইন্দোনেশিয়ার বিমান

শনিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দলে সভা ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সভা থেকে কড়া ভাষায় বিজেপির সমালোচনা করেন শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ। ক্রমাগত আক্রমণ শানান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

সেখানেই ‘ ব্যারাকপুরের বাহুবলী’ অর্জুন সিংকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে কল্যাণ বলেন, ”হুগলিতে গিয়ে কোনও দাদাগিরি বরদাস্ত করব না। ওখানে দাদাগিরি করতে গেলে হাত ভেঙে দেব।” তারই পাল্টা রবিবার অর্জুন হুঙ্কার ছাড়েন, “আমি আজই শ্রীরামপুরে যাব। কবে কার হাত ভাঙবে তা দেখা যাবে। সরকারে থেকে অনেক কথাই বলা যায়।”

আরও পড়ুন: ভোটের আগেই নিষ্পত্তি ‘টার্গেট’, সারদা-নারদ মামলা নিয়ে নতুন করে তৎপর হচ্ছে ইডি

ভোট যত এগিয়ে আসছে, ততই কুকথার তোড় বাড়ছে রাজনৈতিক নেতাদের। হুমকি, হুঁশিয়ারি মুখে লেগেই রয়েছে। কল্যাণ-অর্জুনের তরজায় আরও একবার সে ছবিই প্রকট হল।