AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূল আমার বউ চুরি করল, সুজাতা আমার কাছে মৃত: সৌমিত্র

আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন, ও আজ থেকে মৃত আমার কাছে... বললেন সৌমিত্র।

তৃণমূল আমার বউ চুরি করল, সুজাতা আমার কাছে মৃত: সৌমিত্র
ফাইল চিত্র
| Updated on: Dec 21, 2020 | 5:43 PM
Share

কলকাতা: ‘আজও সিঁদুর ওঁর নামেই পরি!’ আরও এক ধাপ এগিয়ে আবেগঘন মুহূর্ত তৈরি করলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা।

সবেমাত্র সৌমিত্র খাঁ (Soumitra Khan) সাংবাদিক বৈঠক শেষ করেছেন। স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করার কথা বলেছেন তিনি। জানিয়ে দিয়েছেন, ডিভোর্সের নোটিশ পাঠাবেন বলেন। সুজাতা তখন মন শক্ত করে বললেন, “সুজাতা তোমার জন্য সবসময় আছে।” সৌমিত্র একদিকে বললেন, “নিশ্চিতভাবে জেনে রেখো, সৌমিত্র শুধু তোমাকেই ভালোবেসেছে।” সুজাতা বললেন, “আজ যে মানুষটার জন্য সব করলাম, তাকে ভালবাসি, বাসব।”

বললেন, “আমি তাঁকেই স্বামী মানি, সেই বিয়ের লোহা আজও পরে আছি, ওঁর নামেই সিঁদুর পরি।” রাজনীতির আঙিনা পেরিয়ে সৌমিত্র-সুজাতার রসায়ন যেন এক বিরহ উপাখ্যান। সৌমিত্র বলেছিলেন, “সুজাতা তুমি ভাল থেকো।” সুজাতা বললেন, “সৌমিত্র তোমার স্বপ্ন পূরণ হোক। কোনও দলকেই নিজের সংসারে টেনে এনো না।”

সুজাতা তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিকদের সামনে দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনও কথা বলেননি। সৌমিত্র মুখ খোলার পর সুজাতা এবার বললেন, “সংসারে থেকে সম্মান পেলাম না, পার্টি থেকেও না, আর কি ঘরে লক্ষ্মী থাকে?”

স্ত্রীর চুল বেঁধে দিচ্ছিলেন সৌমিত্র

সৌমিত্র নাকি সুজাতার সঙ্গে দশ মাস যোগাযোগ রাখেননি। আজও নাকি তাঁর সঙ্গে একটিবারও কথা বলেননি সৌমিত্র। তবে সৌমিত্রর বার্তা টিভিতেই শুনেছেন সুজাতা। বললেন, “দশটা মাস যোগাযোগ রাখেনি। সৌমিত্রের সঙ্গে এখনও কথা হয়নি। রাজনীতির জন্য আমায় ছেড়ে দেয়, তবে আমি কী করব! আমি তো বলিনি তা।”

এবার আর লাইভ নয়। তবে বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের মনের কথা জানাতে শুরু করেন সৌমিত্র। বলেন, “তৃণমূল এত বড় চোর! বালি চুরি করত, কয়লা চুরি করত, গরু চুরি করত, শেষে আমার বউকেও চুরি করল…” সৌমিত্রর কথায়, “শুভেন্দু দা বলছেন , মা লক্ষ্মীকে ওরা ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে। আমার অনুরোধ দেহেপ্রাণে মারবেন না।”

আরও পড়ুন: ‘সুজাতা, আমি কি খুব পাপী? আমি কি খুব খারাপ? আমি কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াইনি’

আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন, ও আজ থেকে মৃত আমার কাছে… বললেন সৌমিত্র।