Himanta Biswa Sarma: ‘রেখার লড়াই আমাদের সকলের লড়াই’, সন্দেশখালিতে বললেন হিমন্ত বিশ্বশর্মা

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

May 19, 2024 | 8:21 PM

Sandeshkhali: এদিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, "রেখা পাত্র যে লড়াই লড়েছেন, সেটা শুধু রেখার একার নয়। এই লড়াই আমাদের সকলের। সন্দেশখালি বাংলার ভাবমূর্তিতে যে ধাক্কা দেশের সামনে দিয়েছে তা বলার ভাষা নেই। দেশের যেখানেই যেতে হচ্ছে সেখানেই আমাদের সন্দেশখালির কথা শুনতে হচ্ছে। আপনাদের লড়াইয়ের সঙ্গে আমরা আছি।"

Follow Us

সন্দেশখালি: নির্বাচনী প্রচারে এসে রবিবারও সন্দেশখালি প্রসঙ্গ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। পুরুলিয়ার সভা থেকে এদিন মোদী বলেছেন, শাহজাহানকে বাঁচাতে নারী সুরক্ষার সঙ্গে আপোষ করেছে তৃণমূল। সেই সন্দেশখালিকে হাতিয়ার করেই এদিন বারাসতে প্রচারে দেখা গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও। তাঁর অভিযোগ, “রেখা পাত্রর জন্য মমতাদিদির প্রাণ কাঁদে না। তাঁর কাছে শেখ শাহজাহান নিজের। প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে যাতে সিবিআই তদন্ত না হয়। তবে একটা কথা মনে রাখবেন আমাদের দেশে সত্যের জয় সবসময় হবে।”

এদিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, “রেখা পাত্র যে লড়াই লড়েছেন, সেটা শুধু রেখার একার নয়। এই লড়াই আমাদের সকলের। সন্দেশখালি বাংলার ভাবমূর্তিতে যে ধাক্কা দেশের সামনে দিয়েছে তা বলার ভাষা নেই। দেশের যেখানেই যেতে হচ্ছে সেখানেই আমাদের সন্দেশখালির কথা শুনতে হচ্ছে। আপনাদের লড়াইয়ের সঙ্গে আমরা আছি।”

অসমের মুখ্যমন্ত্রী এদিন বলেন, সন্দেশখালি ন্যায় পাবেই। প্রধানমন্ত্রী পাশে আছেন। একইসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “এখানে বিজেপির সরকার এলে বাংলাও শ্রেষ্ঠ হবে। এখন এখানে সরকারি চাকরি নেই। শিক্ষকের চাকরির জন্য এখানে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। আর ফ্রিতে গুন্ডা পাওয়া যায়। বাংলায় এমন সন্দেশখালি অনেক আছে। এখানে রেখা পাত্র একবার জিতলেই দেখবেন বাংলায় মানুষ প্রতিবাদের সাহস পাবেন।”

সন্দেশখালি: নির্বাচনী প্রচারে এসে রবিবারও সন্দেশখালি প্রসঙ্গ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। পুরুলিয়ার সভা থেকে এদিন মোদী বলেছেন, শাহজাহানকে বাঁচাতে নারী সুরক্ষার সঙ্গে আপোষ করেছে তৃণমূল। সেই সন্দেশখালিকে হাতিয়ার করেই এদিন বারাসতে প্রচারে দেখা গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও। তাঁর অভিযোগ, “রেখা পাত্রর জন্য মমতাদিদির প্রাণ কাঁদে না। তাঁর কাছে শেখ শাহজাহান নিজের। প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে যাতে সিবিআই তদন্ত না হয়। তবে একটা কথা মনে রাখবেন আমাদের দেশে সত্যের জয় সবসময় হবে।”

এদিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, “রেখা পাত্র যে লড়াই লড়েছেন, সেটা শুধু রেখার একার নয়। এই লড়াই আমাদের সকলের। সন্দেশখালি বাংলার ভাবমূর্তিতে যে ধাক্কা দেশের সামনে দিয়েছে তা বলার ভাষা নেই। দেশের যেখানেই যেতে হচ্ছে সেখানেই আমাদের সন্দেশখালির কথা শুনতে হচ্ছে। আপনাদের লড়াইয়ের সঙ্গে আমরা আছি।”

অসমের মুখ্যমন্ত্রী এদিন বলেন, সন্দেশখালি ন্যায় পাবেই। প্রধানমন্ত্রী পাশে আছেন। একইসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “এখানে বিজেপির সরকার এলে বাংলাও শ্রেষ্ঠ হবে। এখন এখানে সরকারি চাকরি নেই। শিক্ষকের চাকরির জন্য এখানে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। আর ফ্রিতে গুন্ডা পাওয়া যায়। বাংলায় এমন সন্দেশখালি অনেক আছে। এখানে রেখা পাত্র একবার জিতলেই দেখবেন বাংলায় মানুষ প্রতিবাদের সাহস পাবেন।”

Next Article