AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election 2024 Result: নিশীথ-সুভাষ পরাজিত, ৫ বছর পর কোন কোন হারানো জমি ফিরে পেল তৃণমূল

Election 2024 Result: আসানসোল কেন্দ্র অবশ্য আগেই গিয়েছে তৃণমূলের হাতে। গতবার এই কেন্দ্র থেকে সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়, যিনি পরে দলবদল করেন। পরে উপ নির্বাচনে শত্রুঘ্ন সিনহার হাত ধরেই আসানসোল আসে তৃণমূলের ঘরে। এবারও একাধিক কেন্দ্র ফিরল ঘাসফুলে।

Election 2024 Result: নিশীথ-সুভাষ পরাজিত, ৫ বছর পর কোন কোন হারানো জমি ফিরে পেল তৃণমূল
কোন কোন কেন্দ্র ফিরে পেল তৃণমূলImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: Jun 04, 2024 | 9:15 PM
Share

কলকাতা: ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলার ১৮টি আসনে জয়ী হওয়ার পর রাজ্যে বিজেপি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। বিজেপির সেই ফলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল তৃণমূলও। তার ২ বছর পর ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পায় তৃণমূল। পাঁচ বছর পর আরও একটা লোকসভা নির্বাচন। মঙ্গলবার ফল ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল ১৯-এর একাধিক হারানো জমিতে ফুটল ঘাসফুল।

কোচবিহার– গত বার যে সব আসনে বিজেপি জিতেছিল, তার মধ্যে বেশিরভাগই উত্তরবঙ্গের। সবার আগে আসে কোচবিহারের নাম। ওই কেন্দ্র থেকে জয়ী হয়ে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছিলেন। সেই কেন্দ্র এবার হাতছাড়া। তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে পরাজিত নিশীথ। এই পরাজয় গেরুয়া শিবিরের বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

ব্যারাকপুর– বিজেপির টিকিটে ২০১৯ সালে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। ৫ বছর পরে তৃণমূল ঘুরে আবারও বিজেপিতে ফেরেন অর্জুন, টিকিটও পান। কিন্তু ফুলবদলের খেলায় জমি চলে গেল তৃণমূলের হাতে। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে লড়াইতে ব্যারাকপুর হারাল বিজেপি।

হুগলি– তারকা প্রার্থী দিয়ে এবার হুগলিতে চমক দিয়েছিল তৃণমূল। শুরু থেকেই আলোচনা-সমালোচনায় থেকেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। লকেটের হাত থেকে সেই জমিও ছিনিয়ে নিল তৃণমূল। রচনাই হলেন হুগলির ‘দিদি নম্বর ওয়ান’।

মেদিনীপুর– দিলীপ ঘোষ যে মাটিতে পদ্ম ফুটিয়েছিলেন, সেই মাটিতে ঘাসফুল ফোটালেন জুন মালিয়া। দিলীপকে এবার ওই কেন্দ্র থেকে সরিয়ে দিয়ে বিজেপি টিকিট দিয়েছে অগ্নিমিত্রা পলকে। কিন্তু সেই কেন্দ্র ধরে রাখতে পারলেন না অগ্নিমিত্রা।

বাঁকুড়া– এই কেন্দ্রে কোচবিহারের মতোই আরও এক কেন্দ্রীয় মন্ত্রীর পরাজয়। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। সেই জমিও এবার ফিরে পেয়েছে তৃণমূল। জয়ী হয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী।

বর্ধমান দুর্গাপুর– কীর্তি আজাদের হাত দরে বর্ধমান-দুর্গাপুরও ফিরে পেয়েছে তৃণমূল। গতবারের সাংসদ আলুওয়ালিয়াকে সরিয়ে এবার দিলীপ ঘোষকে টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু সেই গড় রক্ষা হল না বিজেপির।

আসানসোল কেন্দ্র অবশ্য আগেই গিয়েছে তৃণমূলের হাতে। গতবার এই কেন্দ্র থেকে সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়, যিনি পরে দলবদল করেন। পরে উপ নির্বাচনে শত্রুঘ্ন সিনহার হাত ধরেই আসানসোল আসে তৃণমূলের ঘরে।

অন্যদিকে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, বনগাঁ, ব্যারাকপুরের মতো কেন্দ্রে জমি ধরে রেখেছে বিজেপি।