AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb: একটা-দু’টো নয়, ১৭টি কৌটো বোমা উদ্ধার হল মালদহ থেকে

Bomb Recover: উল্লেখ্য, দু'দিন আগে কালিয়াচকেরই বীরনগর এলাকায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আহত হয় পাঁচ শিশু। মুর্শিদাবাদে অশান্তির আগুন। ঘরছাড়া আক্রান্ত বহু পরিবার আশ্রয় নিয়েছে বৈষ্ণবনগরের পার লালপুর হাইস্কুলে।

Bomb: একটা-দু'টো নয়, ১৭টি কৌটো বোমা উদ্ধার হল মালদহ থেকে
মালদহে উদ্ধার বোমা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2025 | 5:54 PM
Share

মালদহ: মালদহ থেকে উদ্ধার প্রচুর বোমা। মালদহের বৈষ্ণবনগর থেকে উদ্ধার হয়েছে এই বোমাগুলি। জানা গিয়েছে, সেখানে বস্তায় মজুত করে রাখা ছিল কৌটো ভর্তি বোমা। বস্তার ভেতর থেকে ১৭টি কোটো বোমা উদ্ধার হয়েছে বলে খবর। সব থেকে চাঞ্চল্যকর বিষয় মালদহ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস যেতেই মালদহের বৈষ্ণবনগর থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে।

বস্তুত, দুইদিন আগে পার্শ্ববর্তী থানা কালিয়াচকে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আহত হয় পাঁচ শিশু। এই বৈষ্ণবনগর থানা এলাকাতেই পারলাল পুর হাইস্কুলে উদবাস্তু শিবির রয়েছে। রোজই সেখানে কেন্দ্রীয় মন্ত্রী, জাতীয় কমিশন, রাজ্যপাল সহ ভিভি আইপিরা যেখানে যাচ্ছেন। আর সেই থানা এলাকাতেই মজুত করা হচ্ছে বোমা। যা ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৈষ্ণবনগরের জলরাহী সিসা এলাকা থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এবং দমকল। অত্যন্ত সাবধানতার সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এত বোমা। কারা মজুত করেছিল বোমাগুলি? কোন উদ্দেশেই বা মজুত করা হয়েছিল? তবে কি নতুন করে কোথাও হিংসার ষড়যন্ত্র হচ্ছে? সমগ্র ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, দু’দিন আগে কালিয়াচকেরই বীরনগর এলাকায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আহত হয় পাঁচ শিশু। মুর্শিদাবাদে অশান্তির আগুন। ঘরছাড়া আক্রান্ত বহু পরিবার আশ্রয় নিয়েছে বৈষ্ণবনগরের পার লালপুর হাইস্কুলে। যাদের সঙ্গে দেখা করতে গতকাল যান রাজ্যপাল, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এই আবহের মধ্যেই এই বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।