Malda: দুষ্কৃতীদের ‘ঢাল’ হল স্থানীয়রা, পুলিশকে লক্ষ্য করে চালাল গুলি! ভারত-বাংলাদেশ সীমান্তে এ কী কাণ্ড?
Malda: দুষ্কৃতী ধরতে গিয়ে এলাকাবাসীর সঙ্গেই বাঁধল বচসা। আর সেই বচসা যে কখন হাতাহাতিতে পরিণত হয়ে গেল তা ধরতেই পারল না পুলিশের দলটি। অভিযোগ, এরপরই পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় গোলমালকারীরা।
মালদা: গোয়ালপোখরের পর এবার মালদার কালিয়াচক। ফের পুলিশকে লক্ষ্য করে হামলা। চলল গুলি। উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে।
কীভাবে তৈরি হল উত্তাপ?
এদিন কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সাইলাপুরে গিয়ে বিপদে পড়ে পুলিশ। কিছু দুষ্কৃতীকে ধরতেই সেই সীমানা এলাকায় গিয়েছিল কালিয়াচক থানার এক দল পুলিশ। কিন্তু কে জানত, দুষ্কৃতী ধরতে গিয়ে এমন বিপদে পড়বে তারা। চলছিল তল্লাশি অভিযান। আর তার মাঝেই বাধা হয়ে দাঁড়াল স্থানীয় বাসিন্দারা।
দুষ্কৃতী ধরতে গিয়ে এলাকাবাসীর সঙ্গেই বাঁধল বচসা। আর সেই বচসা যে কখন হাতাহাতিতে পরিণত হয়ে গেল তা ধরতেই পারল না তারা। অভিযোগ, এরপরই পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় গোলমালকারীরা।
উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেই এলাকায় তৎক্ষণাৎই ছুটে যায় পুলিশের আরও একটি দল। ইতিমধ্যে সেই ঘটনাকে কেন্দ্র করে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর পুলিশ সূত্রে। আটক হয়েছে আরও দু’জন।
তবে এটাই প্রথম নয়। এর আগে গোয়ালপোখর থানা এলাকার পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক আলম নামে এক দুষ্কৃতী। আদালত থেকে রায়গঞ্জ জেলের দিকে নিয়ে যাওয়ার ফাঁকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ছুতোয় প্রিজন ভ্যান থেকে নেমেছিল সে। আর সেই ভ্য়ানের বাইরে আসতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক হয় সেই দুষ্কৃতী।