Malda: মায়ের সামনেই নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, তিন যুবকের ভয়ে এলাকা ছাড়া গোটা পরিবার
Malda: বর্তমানে ভয়ে বাড়ি ছাড়া নাবালিকার পরিবার। পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে জেলা পুলিশ সুপারের। সূত্রের খবর, দোলের দিন ঘরে স্নান সেরে ঘরে ঢুকছিল ওই কিশোরী। অভিযোগ, ঠিক তখনই ঘরে ঢুকে যায় তিন যুবক। শুরু হয় নির্যাতন।

মালদহ: মালদহের বামনগোলায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। নগ্ন করে মার, অকথ্য যৌন নির্যাতনের অভিযোগ। মেয়েকে বাঁচাতে এসে আক্রান্ত মা। কাঠগড়ায় তিন যুবক। অভিযোগ করতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূলের। অন্যদিকে তৃণমূলও দূস্কৃতীদের শাস্তির দাবি তুলেছে। এলাকার নেতাদের দাবি, দুষ্কৃতীদের কোনও রঙ হয় না। অপরাধ করে থাকলে শাস্তি পেতেই হবে।
বর্তমানে ভয়ে বাড়ি ছাড়া নাবালিকার পরিবার। পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে জেলা পুলিশ সুপারের। সূত্রের খবর, দোলের দিন ঘরে স্নান সেরে ঘরে ঢুকছিল ওই কিশোরী। অভিযোগ, ঠিক তখনই ঘরে ঢুকে যায় তিন যুবক। তারপরই শুরু হয়ে যায় নারকীয় নির্যাতন। নগ্ন করে মারধর করা হয়। মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন মা। কিন্তু, তাঁকেও রেহাত করা হয়নি। তাঁকেও বেধড়ক মারধর করা হয়। তাঁর সামনেই মেয়ের যৌন নির্যাতন চলে বলে অভিযোগ। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ওই তিন যুবক চম্পট দেয়।
স্থানীয় বাসিন্দারাই গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকা উদ্ধার করে ভর্তি করেন হাসপাতালে। এদিকে ঘটনার পর নির্যাতিতার পরিবারের সদস্যরা থানায় অভিযুক্ত জানাতে গেলে রাস্তাতেও তাঁদের পাল্টা হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফের দেওয়া হয় ধর্ষণের হুমকি। তারপর থেকেই বাড়ি ছাড়া গোটা পরিবার। বামগোলা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও অধরা তিন অভিযুক্ত। নির্যাতিতার পরিবারের এক সদস্য বলছেন, “ধর্ষণের চেষ্টা করেছে ওরা। ওর মা বাঁচাতে গেলে মায়ের বুকে লাথি মেরে পালাতে যায়। থানায় অভিযোগ জানাতে গেলেও হুমকি দেওয়া হয়। বলে অভিযোগ জানালে বাড়ি-পরিবার শেষ করে দেবে।”





