Malda: কাজ শেখানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ‘ডাক্তারের’ বিরুদ্ধে, জানতে পেরে জনতা দিল বেদম মার
Malda: অন্যদিকে পুলিশ গ্রেফতার করলেও গুরুতর আহত অবস্থায় হবিবপুরে এক হাসপাতালে ভর্তি রয়েছে অভিযুক্ত। ইতিমধ্যেই তাঁর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার লোকজন। বাড়ছে ক্ষোভ।
মালদহ: আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। উত্তাল রাজ্য। আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। উঠেছে অভিযুক্তের ফাঁসির দাবি। কিন্তু, তারপরেও কী কমছে নারী নির্যাতন? এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মালদহে। কাঠগড়ায় স্থানীয় হাতুড়ে ডাক্তার। চাঞ্চল্যকর ঘটনা মালদহের হবিবপুরে। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে এলাকার লোকজন। মারের চোটে গুরুতরভাবে জখমও হয় ওই হাতুড়ে ডাক্তার।
উত্তেজনার খবর পেতেই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করা হয় অভিযুক্তকে। এরমধ্যে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে এলাকার লোকজনের জিজ্ঞাসাবাদও শুরু হয়। এরইমধ্যে নাবালিকার মেডিকেল টেস্টেরও তোড়জোড় চলে। তাঁর জবানবন্দীও নেওয়া হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে পুলিশ গ্রেফতার করলেও গুরুতর আহত অবস্থায় হবিবপুরে এক হাসপাতালে ভর্তি রয়েছে অভিযুক্ত। ইতিমধ্যেই তাঁর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার লোকজন। বাড়ছে ক্ষোভ। নির্যাতিতার বাবা বলছেন, “ডাক্তারই ওই কাজ করেছে। আমার মেয়েকে স্যালাইন চালানো, ইঞ্জেকশন দেওয়া শেখাতে চেয়েছিল। ৬ মাস ধরে খালি বলতো মেয়েকে দিন আমি ওকে কাজ শেখাব। আমি বিশ্বাস করে মেয়েকে ওনার কাছে পাঠিয়েছিলাম। কাজ শেখানোর নাম করে এই কাজ করেছে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)