AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Jawans News: সীমান্তে প্যাকেট দেখেই দৌড়ে গিয়ে স্যরকে ডাকলেন BSF জওয়ান, তারপরই মালদহ সীমান্তে জোর অ্যাকশন

BSF News: পুরো বিষয়টি লক্ষ্য করেন কর্তব্যরত জওয়ান। সঙ্গে-সঙ্গে তিনি গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। এরপর পুরো এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। তথ্য পাওয়ার সঙ্গে-সঙ্গে,বিএসএফ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়।

BSF Jawans News: সীমান্তে প্যাকেট দেখেই দৌড়ে গিয়ে স্যরকে ডাকলেন BSF জওয়ান, তারপরই মালদহ সীমান্তে জোর অ্যাকশন
বিএসএফ কী করল মালদহ সীমান্তে?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 13, 2025 | 2:51 PM
Share

মালদহ: সকাল তখন দশটা বেজে কুড়ি মিনিট। আচমকা একটা শব্দ, সঙ্গে-সঙ্গে তৎপর হন বিএসএফ (BSF) জওয়ানরা। দ্রুত তাঁরা এগিয়ে যেতেই দেখতে পান কেউ বা কারা পালিয়ে যাচ্ছে। তখন আর বুঝতে বাকি থাকেনি কিছু। গোটা এলাকা ঘিরে ফেলে তাঁরা। তারপরই চলল অ্যাকশন।

জানা গিয়েছে, মালদা জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফের ৭১ ব্যাটালিয়নের অধীনে বর্ডার আউটপোস্টের শোভাপুরের জওয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়েছিলেন চোরাচালানের। জানা যাচ্ছে, চোরাকারবারিরা একটি প্যাকেট ছুড়ে ফেলে। এরপর পালিয়ে যায় তারা।

পুরো বিষয়টি লক্ষ্য করেন কর্তব্যরত জওয়ান। সঙ্গে-সঙ্গে তিনি গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। এরপর পুরো এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। তথ্য পাওয়ার সঙ্গে-সঙ্গে,বিএসএফ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়। এলাকাটি ঘিরে ফেলেন তাঁরা। চলে তল্লাশি অভিযান। তল্লাশির সময়,প্যাকেট থেকে উদ্ধার ১,০০০টি জাল ৫০০ টাকার নোট। যার মোট মূল্য ৫,০০,০০০ টাকা। এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক বলেন, “বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধ করতে বিএসএফ সতর্ক রয়েছে। জওয়ানরা বারবার চোরাচালান ব্যর্থ করেছেন।”