Malda: ফাঁকা মাঠে যুবতীর অবস্থা দেখে শিউরে উঠলেন বাসিন্দারা, শোরগোল মোথাবাড়িতে
Malda: স্থানীয় বাসিন্দারা বলছেন, যে মাঠে দেহ পাওয়া গিয়েছে, সেখানে স্থানীয় বাসিন্দারা খুবই কম যাতায়াত করেন। জনবসতি অনেকটাই দূরে। চারিদিকে ফাঁকা জমি, বাগান। স্থানীয় এক বাসিন্দা বলেন, উপুড় হয়ে পড়েছিল মৃতদেহটি। ফলে মুখ স্পষ্ট দেখা যায়নি। তবে ওই যুবতী স্থানীয় বাসিন্দা নন।

মালদহ: মুখ ঢাকা ওড়নায়। মাথায় আঘাত। আঘাত শরীরেও। ফাঁকা মাঠ থেকে উদ্ধার হল তরুণীর রক্তাক্ত মৃতদেহ। মালদহের মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ গ্রামের কাছে ফাঁকা মাঠে অজ্ঞাতপরিচয় ওই তরুণীর দেহ উদ্ধার হয় শনিবার। গ্রামের বাসিন্দারা চিনতে পারেননি মৃত যুবতীকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তরুণী অন্য কোনও এলাকার বাসিন্দা। ফাঁকা নির্জন মাঠে তাঁকে এনে খুন করা হয়েছে। অথবা অন্যত্র খুন করে মৃতদেহ এখানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা।
এদিন সকালে নির্জন ওই মাঠে প্রাতঃকৃত সারতে গিয়ে ওই যুবতীর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমে যায়। খবর পেয়ে আসে মোথাবাড়ি থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যে মাঠে দেহ পাওয়া গিয়েছে, সেখানে স্থানীয় বাসিন্দারা খুবই কম যাতায়াত করেন। জনবসতি অনেকটাই দূরে। চারিদিকে ফাঁকা জমি, বাগান। স্থানীয় এক বাসিন্দা বলেন, উপুড় হয়ে পড়েছিল মৃতদেহটি। ফলে মুখ স্পষ্ট দেখা যায়নি। তবে ওই যুবতী স্থানীয় বাসিন্দা নন। যুবতীকে দেখে বিবাহিত বলে মনে হয়েছে তাঁদের। স্থানীয় বাসিন্দাদের ধারণা, হয় যুবতীকে এখানে নিয়ে এসে খুন করা হয়েছে। কিংবা খুন করে দেহ এখানে ফেলা হয়েছে। এই মাঠে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত যে কম, তা দুষ্কৃতীরা জানত বলেই মনে করছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিশেষ কিছু বলতে চায়নি মোথাবাড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তারা জানিয়েছে। আশপাশের কোনও এলাকায় যুবতীর নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

