Malda Gang Rape: প্রথমে ছুরি হাতে ভয় দেখানো, তারপর জোর করে মাদক খাইয়ে কিশোরীর ওপর চলল অকথ্য নির্যাতন

Malda Gang Rape: দিন কয়েক আগেই মালদহে এক কিশোরীর মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নির্যাতনের খবর।

Malda Gang Rape: প্রথমে ছুরি হাতে ভয় দেখানো, তারপর জোর করে মাদক খাইয়ে কিশোরীর ওপর চলল অকথ্য নির্যাতন
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2022 | 12:16 AM

মালদহ : সম্প্রতি মাটিয়া ও মালদহের ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। ওই দুই ধর্ষণ-কাণ্ডের পর মামলাও হয় আদালতে। আর সেই ঘটনার দিন কয়েকের মধ্যেই ফের নৃশংস অত্যাচারের ঘটনা মালদহে। অভিযোগ, রাস্তা থেকে তুলে নিয়ে ফাঁকা ঘরে গিয়ে গণধর্ষণ করা হয়েছে অষ্টম শ্রেনির ছাত্রীকে। শুধু তিনজন মিলে ধর্ষণই নয়, রীতিমতো ধারাল অস্ত্র হাতে ভয় দেখিয়ে, মাদক খাইয়ে অত্যাচার করা হয়েছে তাকে। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। আর এই ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁরা স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এই ঘটনায় আবারও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। আর তৃণমূলের দাবি, দল না দেখেই শাস্তির ব্যবস্থা করা হবে।

মালদহের হরিশ্চন্দ্রপুরের চণ্ডীপুরের ঘটনা। ১৩ বছরের অষ্টম শ্রেনির ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই কিশোরী পরিবারের অন্যান্যদের সঙ্গে উরুষের মেলা দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে জোর করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সঙ্গে ছিলেন কিশোরীর দিদি। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁর বোনকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চণ্ডীপুর হাই স্কুলের পাশে একটি ফাঁকা পরিত্যক্ত ঘর রয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হয় কিশোরীকে। তারপরই চলে অকথ্য অত্যাচার।

কিশোরীর দিদির অভিযোগ, তাঁর বোনকে প্রথমে ছুরি হাতে ভয় দেখানো হয়। তারপর মাদক খাওয়ানোর চেষ্টা চলে। মাদক খেতে চায়নি কিশোরী। তাকে জোর করে খাওয়ানো হয় বলেও অভিযোগ। তারপর ধর্ষণ করে তিনজন মিলে। অত্যাচারের জেরে অচৈতন্য হয়ে পড়ে ওই কিশোরী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই কিশোরী। পুলিশ ২ জন যুবককে আটক করেছে। আর তাঁরা এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত।

এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। মালদহ জেলার বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির দাবি, সংখ্যালঘু মহিলাদের নিশানা করছে শাসক দল। রামপুরহাটের ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। বিজেপি নেতার দাবি, তৃণমূলের লোকজনের ধারনা যে তাঁরা শাসক দলে রয়েছেন তাই তাঁদের কেউ গ্রেফতার করবে না। পুলিশও কিছু বলবে না। তাই এই ধরনের ঘটনা রাজ্যে বেড়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। এ দিকে, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, দল না দেখে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ঘটনা নারকীয় বলে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : KMC tab controversy: ট্যাব কেনা হচ্ছে, অথচ ১০ হাজার টাকা সাম্মানিক জুটছে না কাউন্সিলরদের, বিতর্ক চরমে