Malda: কাটমানি না দেওয়ায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ
Malda Cutmoney: ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।

মালদহ: দাবি মতো ১৫ লক্ষ টাকা কাট মানি না দিতে পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে সাইকেলও। বাড়িতে ঢুকে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার সময়ের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহে থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায়। ইতিমধ্যেই বিজেপির বুথ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
মালদহ মুচিয়া অঞ্চলের বিজেপির বুথ সভাপতি শঙ্কর চৌধুরী বলেন, “কিছুদিন আগে একটি জমি কিনেছিলেন, সেই জমি যখন মাপ যোগ করছিলেন। তখন কংগ্রেসের এলাকার বেশ কিছু দুষ্কৃতী ১৫ লক্ষ টাকা দাবি করে।” তাঁর অভিযোগ, সেই টাকা দিতে তিনি অস্বীকার করায় প্রথমে তাঁর দাদার বাড়িতে ভাঙচুর করা হয়, তারপর তাঁর বাড়িতে ভাঙচুর করা হয়। তাঁর কাকা সত্তরোর্ধ্ব, তাঁকেও ব্যাপর মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মালদহ থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
বিজেপির বুথ সভাপতি দাদা সুদাম চৌধুরী বলেন, “ওই পরিবার ভীষণভাবেই আতঙ্কিত। রীতিমতো বাড়ি থেকে বের হতে পারছেন না।” যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদহ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের বিধায়ক ভূপেন্দ্র হালদার। তাঁর পাল্টা বক্তব্য, ” বাড়িতে যেভাবে চড়াও হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তবে এটা ঠিক নয়, এর সঙ্গে কংগ্রেস জড়িত।” তাঁর দাবি, যাঁদের কংগ্রেসের কর্মী বলা হচ্ছে, তাঁরা সবই বিজেপি কর্মী।
