Malda Fire: পাঁচ ভাইয়ের মোট ২৪ টা বাড়ি, ৮০ লক্ষের সম্পত্তি! কয়েক মিনিটে সব হারিয়ে খোলা আকাশের নীচে পরিবার
Malda Fire: গ্রামবাসীরা জানাচ্ছেন ভোর রাতে একটা বিকট শব্দ শোনা যায়। তারপরই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে সায়েদ আলির বাড়ি।
মালদা: ভোর রাতে ঘুম ভাঙেনি গ্রামের। আচমকাই বিস্ফোরণ, বিকট শব্দ। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের মোট ২৪টা বাড়ি। ভয়ঙ্কর ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের সুলতাননগর বৈজনাথপুর গ্রামে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ২৪ টি বাড়ি! সব পরিবারের ঠাঁই খোলা আকাশের নীচে। রান্না ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পুড়ে ছাই বাড়িতে মজুত শস্য, জমিল দলিল, নগদ-সহ মোট ৭০-৮০ লক্ষ টাকার সম্পত্তি।
রবিবার ভোরে মালদার হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের বৈজনাথপুর গ্রামে সায়েদ আলির বাড়িতে বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা জানাচ্ছেন ভোর রাতে একটা বিকট শব্দ শোনা যায়। তারপরই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে সায়েদ আলির বাড়ি। পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসীরা ততক্ষণে জড়ো হয়েছেন। আশেপাশের পুকুর, নদী থেকে জল তুলে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু গা লাগানো একের পর এক বাড়িতে আগুন ধরতে থাকে। দাহ্য পদার্থ থাকে আগুন ছড়াতে থাকে দ্রুত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ভস্মীভূত হয়ে যায় ২৪টি বাড়ি। সায়েদ আলি ও তার পাঁচ ছেলে হাসেন আলি, হুসেন আলি, এক্রামূল হক, নাজিমূল হক ও বাদল আলির বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
এই নিয়ে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়়ায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাদের আলির পরিবার। পাঁচ ভাইয়ের ২৪ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তিনটি গবাদি পশু, পাঁচটি বাইক, আসবাবপত্র, নগদ টাকা, শস্য-সহ মোট ৭০ থেকে ৮০ লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়েছে।
তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকল কর্তারা মনে করছেন, গ্যাস সিলিন্ডার ফেটেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।