Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda TMC candidate: দলের মধ্যেই অন্তর্ঘাত! ভোটের মুখে বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থীর

Malda TMC candidate: রাইহানের অভিযোগ, ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলররা নিজেদের ভোট করে নেয়,কিন্তু লোকসভা ভোটের ক্ষেত্রে দায়সারা কাজ করেন তাঁরা। সে ক্ষেত্রে নির্দিষ্ট দলের হয়ে কাজ করে দলের মধ্যে অন্তর্ঘাত করা হচ্ছে কি না তাও খতিয়ে দেখা উচিৎ বলে মনে করেন তিনি।

Malda TMC candidate: দলের মধ্যেই অন্তর্ঘাত! ভোটের মুখে বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থীর
শাহনওয়াজ আলি রাইহানImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 5:42 PM

মালদহ: তৃণমূল কাউন্সিলররাই ভোটের আগে সমর্থন করেন অন্য দলকে। ভোটের মুখে এমনই অভিযোগ তুললেন খোদ তৃণমূল প্রার্থী। দক্ষিণ মালদহের প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানের দাবি, দলের মধ্যেও হয়ে থাকে অন্তর্ঘাত। এমনকী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে অবগত বলে মন্তব্য করেছেন তিনি। ভোটের মুখে তাঁর এই বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদহের ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধেই কার্যত অন্তর্ঘাতের অভিযোগ জানান শাহনওয়াজ। তাঁর দাবি, এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে। শাহনওয়াজ আলির কাছ থেকেও রিপোর্ট চেয়েছেন তিনি।

রাইহানের অভিযোগ, ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলররা নিজেদের ভোট করে নেয়,কিন্তু লোকসভা ভোটের ক্ষেত্রে দায়সারা কাজ করেন তাঁরা। সে ক্ষেত্রে নির্দিষ্ট দলের হয়ে কাজ করে দলের মধ্যে অন্তর্ঘাত করা হচ্ছে কি না তাও খতিয়ে দেখা উচিৎ বলে মনে করেন তিনি।

শুধুমাত্র কাউন্সিলররাই নয়, সুজাপুর বিধানসভার তৃণমূল বিধায়ক আবদুল গণির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর এই বক্তব্য নিয়ে মুখ খুলছেন না কোনও তৃণমূল নেতা। এলাকার কাউন্সিলররাও কেউ কিছু বলতে চাননি।