মালদা: কেটেছে মাত্র তিনটে দিন। তারই মধ্যে আবারও মালদায় দুই যুবতীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা। বাধা দেওয়ায় তাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল। এর ঠিক কয়েকদিন আগেই একই ঘটনা ঘটেছিল। ঘরে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের একই ঘটনা। গুরুতর জখম অবস্থায় বর্তমানে ওই দুই বোন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
মালদার ইংরেজবাজারের ঘটনা। অভিযোগ, মারের চোটে দুই বোনের মাথা ফেটে গিয়েছে। হাত ভেঙেও দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পুলিশ দু’জন প্রতিবেশীকে আটক করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই প্রতিবেশী ইলিয়াস সাই, নূর মহম্মদ সাই।
স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতাদের মধ্যে এক মহিলার স্বামী মারা গিয়েছেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী ইলিয়াস নাকি মাঝে মধ্যেই তাঁকে কটূক্তি করত, খারাপ প্রস্তাব দিত। অভিযোগ, বুধবার হঠাৎ করেই গভীর রাতে তার ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত। তখনই শ্লীলতাহানী করার চেষ্টা করে অভিযুক্ত। ধর্ষণ করার চেষ্টা করে মহিলার।সেই সময় দিদির চিৎকারে ছুটে আসে বোন। বাঁচাতে যায় তাঁকে। এরপরই অভিযুক্তরা তাঁদের উপর হামলা চালায় বলে জানা গিয়েছে। এক নির্যাতিতা বলেন, “কালকে গভীর রাতে ওরা বাড়িতে ঢুকেছিল। দিদির উপর নির্যাতন চালায় ওরা। আমি বাঁচাতে গেলে আমার উপরও অত্যাচার করে।”
বস্তুত, সোমবারের ঘটনা। মালদার ইংরেজবাজার থানার এক কিশোরীর উপর চলে লাগাতার শারীরিক নির্যাতন। অভিযোগ, হাত পা বেঁধে, মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণ করা হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে। এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ রায়হান। জানা যায়, সে এলাকার স্থানীয় তৃণমূল কর্মী। অভিযোগ, ওই তৃণমূল কর্মীর দুই দাদা সিভিক ভলান্টিয়ার। তারাই ভাইকে এই ঘটনার পর পালাতে সাহায্য করে। নির্যাতিতা ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Modasser Hossain: ‘কাটা তেলের’ ব্যবসায়ী থেকে পঞ্চায়েত প্রধান, তৃণমূল নেতার ‘লাভ হাউসের’ খরচ জানেন?