Physical Assault of Minor Girl: কিশোরীর কপালে পিস্তল ঠেকিয়ে হাত পা বেঁধে চলল নির্যাতন! ঘৃণ্য নৃশংসতা মালদহে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 28, 2022 | 6:32 PM

Maldah Case: জানা গিয়েছে, ওই কিশোরী এ বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

Physical Assault of Minor Girl: কিশোরীর কপালে পিস্তল ঠেকিয়ে হাত পা বেঁধে চলল নির্যাতন! ঘৃণ্য নৃশংসতা মালদহে
প্রতীকী ছবি

Follow Us

মালদহ: মাটিয়ার পর এবার মালদহ। ফের নারকীয় অত্যাচার কিশোরীর উপর। অভিযোগ, হাত পা বেঁধে, মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণ করা হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে। মালদহের ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। এই ঘটনায় এলাকার এক তৃণমূল কর্মীর নাম জড়িয়েছে। অভিযোগ, ওই তৃণমূল কর্মীর দুই দাদা সিভিক ভলান্টিয়ার। তাঁরাই ভাইকে এই ঘটনার পর পালাতে সাহায্য করেন। নির্যাতিতা ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়ল রাজ্যে মেয়েদের নিরাপত্তার বিষয়টি। যদিও এখনও অভিযুক্তের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। জেলার তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, দোষী যে দলেরই হোক কোনওভাবেই রেয়াত করা হবে না।

জানা গিয়েছে, ওই কিশোরী এ বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বাবা পেশায় দিনমজুর। খুব কষ্ট করে মেয়েকে পড়াচ্ছেন। এদিন ঘটনার সময় তিনি কাজে গিয়েছিলেন। স্ত্রীও বাড়িতে ছিলেন না। সেই সুযোগকেই ওই যুবক কাজে লাগায় বলে অভিযোগ। ফাঁকা ঘরে ওই কিশোরী শুয়ে ছিলেন। সেই সময়ই ঘরে ঢুকে তার কপালে বন্দুক ঠেকায় অভিযুক্ত। এরপরই নারকীয় অত্যাচার চালায় ছোট্ট মেয়েটির উপর। যখন চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসেন, মেয়েটি বিছানায় শুয়ে তখন কাতরাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে চাদর। মা, বাবা এসে মেয়েকে এই অবস্থায় দেখে কেঁদে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে হাসপাতালের পথে ছোটে পরিবার।

নির্যাতিতার বাবা বলেন, “আমি কাজে গিয়েছিলাম। মেয়ে ঘরে একা ঘুমিয়েছিল। সেই সময় ওই ছেলেটা ওকে ধর্ষণ করেছে। ওর খুড়তুতো ভাই সিভিক ভলান্টিয়ার ওকে গার্ড দিয়েছে। ছেলেটাকে পালাতেও সাহায্য করে। আমার মেয়ে বলছে, বন্দুক দেখিয়ে এসব করেছে।” এরপরই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

এই ঘটনার তীব্র নিন্দা করে সমাজকর্মী শাশ্বতী ঘোষ বলেন, “কোথাও মনে হচ্ছে প্রশাসনের যতটা গুরুত্ব দেওয়া দরকার ততটা গুরুত্ব দিচ্ছে না। রাজনৈতিক দলগুলোও দিচ্ছে না। এরপর বলবে ফাঁসানো হয়েছে। এই বলে তারা আশ্রয় পেয়ে যাচ্ছে একাধিক জায়গা থেকে। প্রশাসন কঠোর মনোভাবের না হলে এগুলো তো ঘটবেই। একের পর এক নাবালিকা নিগ্রহের ঘটনা ঘটছে।”

আরও পড়ুন: West Bengal Assembly: বিধায়কদের তুমুল হাতাহাতি, পাহাড় থেকেই ফিরহাদকে ফোন মমতার

আরও পড়ুন: Forest Guard Examination: সরকারি চাকরির পরীক্ষা ঘিরে হইচই, সোশ্যাল মিডিয়াতে ফাঁস প্রশ্নের উত্তর, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

আরও পড়ুন: West Bengal Assembly: জামা ছিঁড়ে কামড়ানোর চেষ্টা, হাতাহাতিতে ফিরহাদও! ‘লজ্জার’ ঘটনা বিধানসভায়… দেখুন ভিডিয়ো

Next Article