AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: জালনোট পাচারে যুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, অভিযানে হাঁসুয়ার কোপে আক্রান্ত পুলিশ!

TMC: সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই তৃণমূল কর্মী। ধৃত ৫ জনের মধ্যে রয়েছেন এলাকার দাপুটে তৃণমূল নেতা হবিবুর রহমান ও তাঁর স্ত্রী সীমা বিবি।

Maldah: জালনোট পাচারে যুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, অভিযানে হাঁসুয়ার কোপে আক্রান্ত পুলিশ!
গ্রেফতার অভিযুক্ত, নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Oct 16, 2021 | 8:09 PM
Share

মালদা: দীর্ঘদিন ধরেই মজুত করা হচ্ছিল বাংলাদেশ থেকে আনা জাল নোট (Counterfeit notes)। খবর মিললেও ঘাঁটির খবর পাননি তদন্তকারীরা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কুম্ভিরায় গোটা পাচারচক্রটির হদিশ মেলে। গোপনে অভিযান চালাতে গিয়ে পাচারকারীদের হামলার মুখে পড়েন পুলিশ কর্মীরা। হাঁসুয়া দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন ফাঁড়ি ইনচার্জ-সহ ২ পুলিশ (Police) কর্মী ও ২ সিভিক ভলেন্টিয়ার।

ঠিক কী হয়েছিল এদিন? বৈষ্ণবনগর থানার ইনচার্জ তনভীর আজাদ হাবিব জানিয়েছেন, গোপন সূত্রে বেশ কিছুদিন ধরে জালনোট কারবারিদের খবর পাওয়া যাচ্ছিল। সেইমতো, দৌলতপুরের একটি বাড়িতে তল্লাশি চালাতেই ওই জালনোট পাওয়া যায়। কিন্তু অভিযানে নেমে পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। অভিযোগ, পাচারকারীদের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হাঁসুয়া  নিয়ে তেড়ে আসেন এলাকাবাসী। পুলিশকর্মীদের ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয়। আচমকা আক্রমণে গুরুতর জখম হন সিভিক ভলেন্টিয়ার দুলাল সরকার ও চয়ন সিংহ। তাঁদের প্রথমে বিএসএফ ক্য়াম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় পাঁচজনকে। তাঁদের মধ্যে ২ জন মহিলা।

বৈষ্ণবনগর থানার ইনচার্জের কথায়, “আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম। বেশ কিছুদিন ধরে এখানে জালনোটের কারবার চলছিল। খবর পেয়েছিলাম। পরে, গোপন সূত্রের খবর পেয়ে  শনিবার দৌলতপুরে মরফুল শেখ, সোহরার শেখ ও আতাউর শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীরা আচমকা তেড়ে  আসে। হাঁসুয়া দিয়ে আঘাত করে। আমাদের কয়েকজন কর্মী গুরুতর আহত। তবে এখনও পর্যন্ত পাঁচজন মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজ চলছে। গোটা এলাকায়  পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই তৃণমূল কর্মী। ধৃত ৫ জনের মধ্যে রয়েছেন এলাকার দাপুটে তৃণমূল নেতা হবিবুর রহমান ও তাঁর স্ত্রী সীমা বিবি। সীমা বিবি বখরাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তবে ওই পাঁচজন বাদে বাকি অভিযুক্তরা সকলেই পলাতক। ঘটনায়,  স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জালকারবারিদের সঙ্গে শাসকদলের কোনও সম্পর্ক নেই। যদি, কেউ এইধরনের কোনও অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তবে, দোষীর উপযুক্ত শাস্তি হবে। পাশাপাশি দলের পক্ষ থেকেও পদক্ষেপ করা হবে। যদিও, ধৃত তৃণমূল নেতা বা তাঁর স্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: Fire Accident: রাস্তার ধারের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, একাদশীতেই বিপদে মল্লিকবাজার!

আরও পড়ুন: Durga Puja 2021: নররক্তেই তুষ্ট হন দেবী, এ দুর্গার সঙ্গে সাদৃশ্য রয়েছে কোচ জাতির মানুষের…

বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার