চাঁচলে ধানের বস্তা চাপা পড়ে দুই নাতি-সহ ঠাকুমার মৃত্যু
ধানের বস্তা চাপা পড়ে মৃত্যু ঠাকুমা ও দুই নাতির। মর্মান্তিক ঘটনা মালদার (Maldah) চাঁচলের ললিয়াবাড়ি গ্রামে।
মালদা: ধানের বস্তা চাপা পড়ে মৃত্যু ঠাকুমা ও দুই নাতির। মর্মান্তিক ঘটনা মালদার (Maldah) চাঁচলের ললিয়াবাড়ি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক আব্দুল রহিম বক্সি। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত বাড়িতেই ছিল তিনটি দেহ। মৃতদের নাম তানু সোরেন (৫০), রোহিত টুডু (৭) ও রাহুল টুডু (৫)।
ইয়াসের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে৷ রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তানু৷ পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড় বড় ধানের বস্তা৷ বৃষ্টিতে বাঁশের মাচা ভেঙে যায়৷ তাতেই ধানের বস্তাগুলি তিন জনের উপর পড়ে৷ বিষয়টি নজরে আসতেই তানুর ছেলে দশরথ টুডু বস্তাগুলি সরানোর চেষ্টা করেন৷ কিন্তু সম্পূর্ণভাবে তা সরাতে পারেননি।
আরও পড়ুন: লকডাউনে বাড়িতে ছিলেন, আগের দিনই ম্যানেজার কাজে ডাকেন! তারপরই গেঞ্জি কারখানার অভিশপ্ত সেই রাত
দশরথের চিৎকার শুনে প্রতিবেশীরা যতক্ষণে ছুটে এসে সাহায্য করেন, ততক্ষণে মৃত্যু হয়েছে তিন জনেরই৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক আবদুর রহিম বক্সি৷ সবরকম সরকারি ও দলগত ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।