AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২২ দিন ধরে নিখোঁজ নাবালিকা, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

নাবালিকা নিখোঁজের (Abduction) ঘটনায় চড়ল রাজনীতির রং। চাঞ্চল্যকর ঘটনা মালদা (Malda) শহরে।

২২ দিন ধরে নিখোঁজ নাবালিকা, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ
অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ধর্নায় বসেছে নাবালিকার পরিবার
| Updated on: Mar 02, 2021 | 1:26 PM
Share

মালদা: ২২ দিন ধরে নিখোঁজ ১৩ বছরের নাবালিকা। তাঁকে অপহরণ (Abduction) করে বিক্রি করে দেওয়ার অভিযোগ। আঙুল উঠেছে তৃণমূলের দিকে। থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এবার ধর্নায় বসল নাবালিকার পরিবার। নাবালিকা নিখোঁজের ঘটনায় চড়ল রাজনীতির রং। চাঞ্চল্যকর ঘটনা মালদা (Malda) শহরে।

ইংরেজবাজারের ঘোড়াপিরের শকুন্তলা পার্ক এলাকার বাসিন্দা পাইপ লাইনের মিস্ত্রি দীনেশ মন্ডলের মেয়ে দীপিকা মন্ডল। গত ৮ ফেব্রুয়ারি ১৩ বছরের দীপিকা নিখোঁজ। ৫ জন মিলে তাকে অপহরণ করেছে বলে অভিযোগ পরিবারের। ওই পাঁচ জনই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত বলে জানা গিয়েছে।

দীনেশ থানায় নিখোঁজ ডায়েরি করেন। বার বার পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু কোনও ফল হয় নি বলেই অভিযোগ। ২২ দিন পেরিয়ে যাওয়ার পরে বাধ্য হয়ে তাঁরা শহরের ফোয়ারা মোড় এলাকায় প্ল্যাকার্ড হাতে ধর্ণায় বসেন। এরপর তাঁদের সাথে বসতে ছুটে আসেন সমাজসেবী শ্রীরূপা মিত্রও। ঘটনাস্থলে পুলিশ।

আরও পড়ুন: ছাদনাতলায় বসে কনে, পাত্রও রওনা দিয়েছিলেন, বন্ধুর কীর্তিতেই বিয়ের দিন বাড়িতে ঘটল বড় বিপর্যয়

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা কো অর্ডিনেটর বিমল সরকার বলেন, “বিজেপি এক নাবালিকা সামনে এনে রাস্তায় নেমে নাটক করছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তবে এক নাবালিকা যখন নিখোঁজ হয়েছে, সেটা মাথায় রাখতে হবে। পুলিশ তদন্ত করছে। অপরাধীরা দ্রুত ধরা পড়ুক, এটাই চাই।”