Maldah: রোগীদের অন্যত্র স্থানান্তরের নির্দেশ, লাইসেন্স বাতিল, মালদহে রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে নামী নার্সিংহোম, হঠাৎ কী হল?
Maldah: আগেই একাধিক গাফিলতিতে লাইসেন্স বাতিল করে নার্সিংহোম বন্ধ করার নির্দেশিকা জারি করেছিল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর। পাশাপাশি ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়।

মালদহ: বন্ধ করে দেওয়া হল মালদহের বেসরকারি নার্সিংহোম । মালদহ শহরের গাবগাছি এলাকার এই সেই নার্সিং হোম, যেখানে বিস্তর অবৈধ কার্যলাপ সামনে এনেছিল টিভি নাইন বাংলা। আদিবাসী মহিলাকে চিকিৎসার নামে আটকে রাখা হয়েছিল। চিকিৎসার বদলে চলেছিল নির্যাতন। সেই খবর করতে গিয়ে হামলা চালায় নার্সিংহোম কর্তৃপক্ষ। এবার সেই নার্সিংহোম সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ প্রশাসনের। বাতিল করা হচ্ছে লাইসেন্স। ৭২ ঘন্টার মধ্যে এই নার্সিং হোমে ভর্তি থাকা সমস্ত রোগীকে অন্যত্র স্থানান্তর করার নির্দেশ। নার্সিং হোম সিল করে দেবে জেলা প্রশাসন।
আগেই একাধিক গাফিলতিতে লাইসেন্স বাতিল করে নার্সিংহোম বন্ধ করার নির্দেশিকা জারি করেছিল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর। পাশাপাশি ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়। একইসঙ্গে নির্দেশ উপেক্ষা করেই চলছিল চিকিৎসা পরিষেবা। এমনকি ২০২৩ সালের নভেম্বর মাসে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও লাইসেন্স ছাড়াই পরিষেবা চালিয়ে যায় নার্সিংহোম কর্তৃপক্ষ।
আদালতের রায় রাজ্য সরকারের পক্ষেই যায়। এরপরেই জেলা শাসকের দফতর থেকে অবিলম্বে নার্সিংহোমে নতুন করে রোগীদের ভর্তি নেওয়া বন্ধ করা ও ৭২ ঘণ্টার মধ্যে ভর্তি থাকা সমস্ত রোগীকে সরকার হাসপাতালে স্থানান্তরের নির্দেশিকা জারি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে জেলা প্রশাসনের সার্ভেলেন্স টিম মালদা শহরের গাবগাছি যদুপুর এলাকায় একটি নার্সিংহোমে হানা দেয়। সেখানে গিয়ে দ্যাখা যায়, নার্সিং হোমের ন্যনতম পরিকাঠামো নেই। মেয়াদ উত্তীর্ণ ওষুধ-ইনঞ্জেকশন। প্রশিক্ষিত নার্স এবং আরএমও নেই। নেই চিকিৎসক পর্যন্ত। এছাড়াও একাধিক অসঙ্গতি নজরে আসে। সেই সময় নার্সিংহোমের লাইসেন্স বাতিল করে ১৪ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে নার্সিংহোম কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়। অবশেষে জেলাশাসকের দফতর থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে রোগী ভর্তি বন্ধ করে পরিসেবা বন্ধ করার নির্দেশিকা দেওয়া হয়।
জেলা শাসক নিতীন সিংহানিয়া জানান, “মালদহ শহর সংলগ্ন মালদহ নার্সিংহোম সিল করার নির্দেশিকা জারি হয়েছে। লাইসেন্স বাতিল করা হয়েছে। চিকিৎসা পরিসেবা নিয়ে কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।”





