Migrant Worker Death: টাওয়ার থেকে পড়তেই সব শেষ, আবারও বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু গুজরাটে
Migrant Worker Death: মালদহর ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নঘরিয়ায় থাকতেন ইতেকাফ। বাড়িতে রয়েছে নাবালক ভাই ও প্রতিবন্ধী বাবা। অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাতে গুজরাটে কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরা হল না।

মালদহ: রাজ্যে আবারও পরিযায়ী মৃত্যুর ঘটনা প্রকাশ্যে। গুজরাটে কাজে গিয়ে মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম ইতেকাফ শেখ। বুধবার তাঁর কফিনবন্দি দেহ আসে গ্রামে। আর তারপর থেকেই কান্নার রোল। মালদহর ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নঘরিয়ায় থাকতেন ইতেকাফ। বাড়িতে রয়েছে নাবালক ভাই ও প্রতিবন্ধী বাবা। অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাতে গুজরাটে কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরা হল না।
জানা গিয়েছে, গত শনিবার টাওয়ার থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় তার। বুধবার তার কফিনবন্দি দেহ ফেরে গ্রামে। স্থানীয় বাসিন্দা অভিযোগ জানিয়ে বলেন, “ওর মা-বাবা একশো দিনের কাজ করেছে। কিন্তু টাকা পায়নি। অনেক কষ্টে ওরা ছেলেকে পড়াচ্ছিলেন। আমরা বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বলছি যাতে টাকা পাওয়া যায়। কিন্তু প্রধান বা বিডিও কিছুই করছে না। ফলে ছেলেটাকে বাধ্য হয়ে বাইরে কাজ করতে যেতে হয়েছে। আর তারপরই এই অবস্থা।”
উল্লেখ্য, কয়েকদিন আগে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল পরিযায়ী শ্রমিকের। হায়দরাবাদে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন তিনি। মৃতের নাম আকিদুল শেখ। তাঁর বাড়ি মালদহর কালিয়াচকের শেরশাহিতে। সেই ঘটনার সময়ও মৃতের পরিবার অভিযোগ করেছিল এ রাজ্যে কাজ না পেয়েই ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই মর্মান্তিক পরিণতি।
