চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, ওৎ পেতে ছিল পুলিশ! হাতেনাতে পাকড়াও ৫

Maldah: অভিযোগ, মূলত অল্প বয়সী ছেলেদের চাকরি দেওয়ার নাম করেই টাকা নিতেন অভিযুক্তরা।

চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, ওৎ পেতে ছিল পুলিশ! হাতেনাতে পাকড়াও ৫
গ্রেফতার করা হয় তিন যুবককে প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 10:54 AM

মালদহ: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, রীতিমতো অফিস খুলে প্রতারণার ফাঁদ পেতেছিল তাঁরা। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এই প্রতারণা চক্র চলত বলেও অভিযোগ। মালদহের হবিবপুর থানা এলাকার ঘটনা।

হবিবপুর থানার বুলবুলচণ্ডী এলাকা। অভিযোগ সেখানেই অফিস খুলে লোক ঠকানোর ব্যবসা শুরু করেন বেশ কয়েকজন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অফিস থেকে উদ্ধার হয়েছে কম্পিউটার ও বেশ কিছু নথি। সেই সমস্ত খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযোগ, মূলত অল্প বয়সী ছেলেদের চাকরি দেওয়ার নাম করেই টাকা নিতেন অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ বুলবুলচণ্ডী এলাকায় ওই অফিসের উপর নজরদারি চালাচ্ছিল। চাঁচোলের হরিশচন্দ্রপুর বামনগোলা থেকে যুবক-যুবতীরা আসতেন ওই অফিসে। গোপনে সেইসব যুবকদের কাছ থেকে তথ্য হাতায় পুলিশ। পুলিশ আধিকারিকরা জানতে পারেন চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে ওই অফিসে। সংস্থাটির বৈধতা নিয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। অফিসটি ভুয়ো, নিশ্চিত হওয়ার পরই অভিযান চালায় হবিবপুর থানার পুলিশ। অফিস থেকে গ্রেফতার করা হয় পাঁচ জনকে।

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে শুভঙ্কর সিনহা নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁর খোঁজ করছে পুলিশ। এই ধরনের অফিস জেলায় আরও বেশ কয়েকটি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আরও পড়ুন: ‘টেকনিক্যাল সাপোর্ট’ দেওয়ার নামে কোম্পানিকে ফোন, তারপরই আসল অপারেশন! তথ্য প্রযুক্তি পাড়ায় ভুয়ো কল সেন্টার