Malda: জানতেন না সাঁতার, নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন নববধূ
Malda: মৃতের নাম রেশমি খাতুন। বয়স ১৯ বছর। বাবার বাড়ি মালদহের কুমারগঞ্জ এলাকায়। মাত্র মাস খানেক আগেই তাঁর বিয়ে হয়েছিল নরহাট্টার বাবুপুর এলাকায়। রেশমি খাতুন ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন আত্মীদের সঙ্গে মহানন্দা নদীতে স্নান করতে নামেন।

মালদা: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন নববধূ। শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন ওই যুবতী। ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের বাবুপুর এলাকায় মহানন্দা নদী ঘাটের ঘটনা।
মৃতের নাম রেশমি খাতুন। বয়স ১৯ বছর। বাবার বাড়ি মালদহের কুমারগঞ্জ এলাকায়। মাত্র মাস খানেক আগেই তাঁর বিয়ে হয়েছিল নরহাট্টার বাবুপুর এলাকায়। রেশমি খাতুন ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন আত্মীদের সঙ্গে মহানন্দা নদীতে স্নান করতে নামেন। ওই সময় সকলের অলক্ষ্যে তিনি হঠাৎ করেই জলে তলিয়ে যান বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা’ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্পিডবোট নিয়ে উদ্ধারকার্যে নামে। তবে এখনো পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। এখানে চারজন স্নান করতে এসেছিল। একজন আবার এক কলসী জল তুলে রাখল। তারপর আবার স্নানে গিয়েছিল। তখনই আচমকা জলে ডুবে যান তিনি। এখনও খোঁজ মেলেনি তাঁর। চেষ্টা করা হচ্ছে মহিলাকে খুঁজে পেতে।”

