AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda-Rath: বেনীমাধবের পঞ্জিকাতেও আছে এই রথের কথা, ৬২৯ বছরের সেই রথযাত্রায় অনুমতি দিচ্ছে না পুলিশ? বড় অভিযোগ কালিয়াচকে

Malda-Rath: রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক গৌতম মণ্ডল জানান, রথযাত্রা উৎসব ৯ দিন ধরে চলে। বহু মানুষের সমাগম হয়। কিন্তু এবার পুলিশ অনুমতি দিচ্ছে না। তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

Malda-Rath: বেনীমাধবের পঞ্জিকাতেও আছে এই রথের কথা, ৬২৯ বছরের সেই রথযাত্রায় অনুমতি দিচ্ছে না পুলিশ? বড় অভিযোগ কালিয়াচকে
মালদহে ঐতিহ্যবাহী রথImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 21, 2025 | 5:37 AM
Share

মালদহ: তখনও বাবর আসেনি ভারতে। মুঘল আমলেরও আগে শুরু হয়েছিল এই রথ। ৬২৯ বছরের ইতিহাসের সাক্ষী এই রথের মেলা। ঐতিহ্যবাহী সেই রথের দড়িতে টান দেওয়ার অপেক্ষা করে থাকেন এলাকার মানুষজন। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ প্রত্যেকবার হাজির হন ওই মেলায়। সেই প্রাচীন মেলাতেও এবার বাধা!

৬২৯ বছরের পুরনো সেই রথযাত্রায় এবার অনুমতি দিচ্ছে না পুলিশ-প্রশাসন। আর মাত্র কয়েকদিন পরই রথযাত্রা। তার আগে প্রশাসনের এই সিদ্ধান্তে তুমুল সমালোচনার ঝড়। প্রশাসনের এমন নির্দেশে ক্ষুব্ধ মানুষজন। অভিযোগ জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও। এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।

মালদহ জেলার কালিয়াচকের ৬২৯ বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী জালালপুর রথযাত্রা। এক সপ্তাহের বেশি সময় ধরে চলে মেলা। অন্যান্য জেলা থেকে মানুষ যায় সেই মেলায়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জানা যায়, বেনীমাধবের পঞ্জিকাতেও উল্লেখ রয়েছে এই জালালপুর রথ যাত্রার। এই উৎসব নিজস্ব দেবোত্তর জমিতে হয়। কিন্তু এই বছর সেই উৎসব পালনের অনুমতি দিতে নারাজ পুলিশ।

রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক গৌতম মণ্ডল জানান, রথযাত্রা উৎসব ৯ দিন ধরে চলে। বহু মানুষের সমাগম হয়। কিন্তু এবার পুলিশ অনুমতি দিচ্ছে না। তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এখনও অনুমতি মেলেনি। তাঁর অভিযোগ এই উৎসব বন্ধ হয়ে গেলে দেবোত্তর জমি দখল করে জমি মাফিয়ারা প্লট তৈরি করবে। পরবর্তীতে বিক্রী করবে। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের অনুমতি না পেলে তাঁরা আদালতের দ্বারস্থ হবে তারা। পাশাপাশি আন্দোলনও করবেন।

পুলিশের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিজেপি। মালদহ দক্ষিণ বিজেপির সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, পুলিশ শাসকদলের তাঁবেদারি করছে। তাঁর দাবি, দেবত্তর জমির উপর এই রথযাত্রা উৎসব হয়, তা দখল করতে জমি মাফিয়াদের সাহার্য্য করছে পুলিশ।

অন্যদিকে, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবী করেছেন এই উৎসব হলে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। এমনই মনে করছে পুলিশ। তাই অনুমতি দেয়নি।