Vande Bharat Sleeper Train: প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধনের পরই বন্দে ভারত স্লিপারে হামলার ছক? চিঠি দিল RPF

PM Modi-Vande Bharat Sleeper Express: আরপিএফের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সুবোধ কুমার সাউ নামক এক ব্যক্তি ইমেইল মারফত তাদের জানিয়েছেন যে কিছু দুষ্কৃতীরা প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া ও কালো পতাকা দেখানোর ষড়যন্ত্র করছে।

Vande Bharat Sleeper Train: প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধনের পরই বন্দে ভারত স্লিপারে হামলার ছক? চিঠি দিল RPF
বন্দে ভারত স্লিপার ট্রেনে হামলার ছক।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 17, 2026 | 11:04 AM

মালদহ: আর হাতে গোনা কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train)। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারই ছুটবে বাংলা দিয়ে। তবে বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর আগেই হামলার আশঙ্কা। পাথর বৃষ্টি করা হতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেনকে লক্ষ্য করে। এই আশঙ্কাতেই এবার আরপিএফের তরফে চিঠি দেওয়া হল মালদহের কালিয়াচক থানার আইসি-কে।

আজ দুপুরে মালদা টাউন রেল স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই গোপন সূত্রে এল হামলার আশঙ্কার খবর। জানা গিয়েছে, আরপিএফ কালিয়াচক থানার আইসিকে যে চিঠি দিয়েছেন, তাতে বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়ার পর নতুন ট্রেন লক্ষ্য করে ইট বৃষ্টি, এমনকী প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখানো হতে পারে, সেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মর্মে পুলিশকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।

আরপিএফের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সুবোধ কুমার সাউ নামক এক ব্যক্তি ইমেইল মারফত তাদের জানিয়েছেন যে কিছু দুষ্কৃতীরা প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া ও কালো পতাকা দেখানোর ষড়যন্ত্র করছে। বন্দে ভারত স্লিপার ট্রেন মালদহ স্টেশন ছাড়তেই জামিরঘাটা, খালতিপুর, চমগ্রাম, শঙ্খপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙায় পাথর ছোড়া হতে পারে। কালো পতাকাও দেখানো হতে পারে। এই কারণে কালিয়াচক থানার পুলিশকে স্টেশনগুলিতে যথাযথ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনওভাবে অবনতি না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করেও একাধিকবার পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এই ঘটনায় কড়া পদক্ষেপও করেছিল রেল। এবার যাতে বন্দে ভারত স্লিপার ট্রেনকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই আরপিএফের তরফে আগেভাগেই কালিয়াচক থানার আইসি-কে চিঠি দেওয়া হল।