AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Sleeper Train Fare: আজ মোদীর হাত ধরে বাংলায় ছুটবে বন্দে ভারত স্লিপার, স্টেশন টু স্টেশন ভাড়া জেনে নিন

Indian Railways: বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া হবে ৪০০ কিলোমিটারের ভিত্তিতে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ এই ট্রেনের। তবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে চলবে এই ট্রেন। মোট ১৮টি কামরা রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে।

Vande Bharat Sleeper Train Fare: আজ মোদীর হাত ধরে বাংলায় ছুটবে বন্দে ভারত স্লিপার, স্টেশন টু স্টেশন ভাড়া জেনে নিন
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 17, 2026 | 8:50 AM
Share

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)। দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন, সেটাই পেল বাংলা। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই ট্রেনের। ইতিমধ্যেই হাতে চলে এল ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা। আপনিও যদি এই ট্রেনে চড়তে চান, তাহলে কত খরচ পড়বে, দেখে নিন-

বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া হবে ৪০০ কিলোমিটারের ভিত্তিতে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ এই ট্রেনের। তবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে চলবে এই ট্রেন। মোট ১৮টি কামরা রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে। মোট ৮২৩ যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন।

বন্দে ভারত স্লিপার ট্রেনে চড়ে যদি আপনি হাওড়া থেকে মালদা টাউন (৩২৪ কিমি) পর্যন্ত যান, 

  • তাহলে  ১এসিতে  ভাড়া পড়বে ১৫২০ টাকা। ২এসিতে ভাড়া পড়বে ১২৪০ টাকা। ৩ এসিতে ভাড়া পড়বে  ৯৬০ টাকা।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (৫৫৬কিমি) অবধি গেলে, ভাড়া পড়বে-

  • ১এসিতে- ২১১৩ টাকা
  • ২এসিতে- ১৭২৪ টাকা
  • ৩এসিতে- ১৩৩৪ টাকা

হাওড়া থেকে কামাখ্যা (৯৫৮ কিমি) পর্যন্ত সফর করলে, ভাড়া পড়বে-

  • ১এসিতে ভাড়া হবে – ৩৬৪০ টাকা
  • ২এসিতে ভাড়া- ২৯৭০ টাকা
  • ৩এসিতে ভাড়া- ২২৯৯ টাকা

আবার যারা কামাখ্যা থেকে নিউ জলপাইগুড়ি (৪০১ কিমি) পর্যন্ত সফর করবেন, তাতে ভাড়া পড়বে-

  • ১এসিতে ভাড়া- ১৫২৪ টাকা
  • ২এসিতে ভাড়া- ১২৪৩ টাকা
  • ৩এসিতে ভাড়া- ৯৬২ টাকা

কামাখ্যা থেকে মালদা টাউন (৬৩৪ কিমি)

  • ১এসি- ২৪০৯ টাকা
  • ২এসি- ১৯৬৫ টাকা
  • ৩এসি- ১৫২২টাকা

কামাখ্যা থেকে হাওড়া (৯৫৮কিমি)

  • ১এসি- ৩৬৪০ টাকা
  • ২এসি- ২৯৭০ টাকা
  • ১এসি- ২২৯৯ টাকা

ভাড়ার মধ্য়ে খাবারের দাম ধরা রয়েছে। এর উপরে অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি বসবে। 

আজ, ১৭ জানুয়ারি ট্রেন নম্বর ০২০৭৫ বন্দে ভারত স্লিপার ট্রেন মালদা টাউন থেকে কামাখ্যা অবধি যাবে। দুপুর ১টা ১৫ মিনিটে মালদা থেকে এই ট্রেন ছাড়বে, কামাখ্যায় পৌঁছবে আজ রাত ১১টা ১৫ মিনিটে। মোট সাতটি স্টেশনে দাঁড়াবে- আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাও ও রঙ্গিয়া হয়ে গুয়াহাটিতে পৌঁছবে।