AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump-Iran: যে ইরানে হামলার হুমকি দিয়েছেন রোজ, তাদের Thank You বললেন ট্রাম্প! কেন?

Iran Tension Update: ইরানের উত্তপ্ত পরিস্থিতিতে নাক গলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, সাহায্য আসছে। ক্রমাগত ইরানে হামলার হুমকি দিয়েছেন, এমনকী মার্কিন রণতরী এগোতেও শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতেই হঠাৎ ট্রাম্পের মুখে 'থ্যাঙ্ক ইউ'। ধন্যবাদ জানালেন ইরানকে। কেন?

Donald Trump-Iran: যে ইরানে হামলার হুমকি দিয়েছেন রোজ, তাদের Thank You বললেন ট্রাম্প! কেন?
ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jan 17, 2026 | 7:15 AM
Share

ওয়াশিংটন: এ যেন ভূতের মুখে রামনাম! দেশের অন্দরে বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। প্রতিবাদের আগুন নেভাতে প্রশাসনও কড়া, ইতিমধ্য়েই ৩০০০-রও বেশি বিক্ষোভকারীর মৃত্য়ু হয়েছে। ইরানের এই অবস্থা দেখে নাক গলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, সাহায্য আসছে। ক্রমাগত ইরানে হামলার হুমকি দিয়েছেন, এমনকী মার্কিন রণতরী এগোতেও শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতেই হঠাৎ ট্রাম্পের মুখে ‘থ্যাঙ্ক ইউ’। ধন্যবাদ জানালেন ইরানকে। কেন?

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান শতাধিক বিক্ষোভকারীদের হত্যা না করার জন্য। ইরান জুড়ে চলা বিক্ষোভে তাদের আটক করা হয়েছিল। কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সরকার-বিরোধী বিক্ষোভ করলে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। এতেই খুশি মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সোশ্য়াল মিডিয়া- ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে ট্রাম্প লেখেন যে ৮০০-রও বেশি বিক্ষোভকারীদের গতকাল ফাঁসিতে ঝোলানোর কথা ছিল। ইরান সরকার সেই সিদ্ধান্ত বাতিল করেছে। তিনি লেখেন, “এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। ধন্যবাদ!”

ট্রাম্পের এই ধন্যবাদ বার্তার মধ্য়েই বড় ইঙ্গিত খুঁজে পাচ্ছেন কূটনীতিকরা। ইরানের উপরে সরাসরি মার্কিন হামলার যে আশঙ্কা করা হচ্ছিল, তা অনেকটাই কমে গেল বলেই মনে করছেন তারা। তবে ইরানের পরিস্থিতি যেহেতু জটিল এবং ট্রাম্প নিজের মর্জি মতো কাজ করেন, তাই আগামিদিনে কী হয়, তা এখনই বলা যাচ্ছে না। ইতিমধ্যেই সৌদি আরব ও কাতার মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে যে ইরানে আক্রমণ করলে, তার চরম মূল্য চোকাতে হবে। ইজরায়েল, যারা আমেরিকার পাশেই থাকে, তারাও উদ্বেগ প্রকাশ করেছে।