AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO: এক্কেবারে জলভাত! UPI দিয়েই এবার তুলতে পারবেন পিএফের টাকা, কবে থেকে জানেন?

EPF Withdraw by UPI: নতুন সিস্টেমের অধীনে, ইপিএফ (EPF) গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইউপিআই (UPI) পিন ব্যবহার করে নিরাপদে টাকা তুলতে পারবেন। টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে গেলে, প্রয়োজন অনুসারে টাকা ব্যবহার করতে পারবেন।

EPFO: এক্কেবারে জলভাত! UPI দিয়েই এবার তুলতে পারবেন পিএফের টাকা, কবে থেকে জানেন?
ফাইল চিত্রImage Credit: X
| Updated on: Jan 17, 2026 | 7:51 AM
Share

নয়া দিল্লি: কোটি কোটি কর্মচারী, যারা ইপিএফও(EPFO)-এর সঙ্গে যুক্ত, তাদের জন্য বিরাট বড় খবর। খুব শীঘ্রই স্বস্তির খবর পেয়ে চলেছেন। ইপিএফও থেকে টাকা তোলা এখন আরও সহজ। চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল মাস থেকেই ইপিএফ (EPF) গ্রাহকরা তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন, তাও আবার ইউপিআই (UPI)-এর মাধ্যমে।

পিএফ ব্যবস্থাকে সরলীকরণের উদ্য়োগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। একের পর এক পরিবর্তন করা হয়েছে। টাকা তোলার ঊর্ধ্বসীমা যেমন বাড়ানো হয়েছে, তেমনই ইপিএফের আবেদনের প্রসেসিংয়ের সময়ও কমানো হয়েছে। এই বছর থেকেই এটিএম থেকেও তোলা যাবে পিএফের টাকা। পাশাপাশি ইউপিআই দিয়েও তুলতে পারবেন পিএফের টাকা।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শ্রম মন্ত্রকের তরফে পিএফের টাকা তোলার প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল নির্ভির করতে বলেছে। সেই কারণেই ইউপিআই-র সংযোজন। আগামী এপ্রিল মাস থেকেই ইউপিআই-র মাধ্যমে পিএফের টাকা তোলার সুবিধা চালু হয়ে যাবে।

সূত্রের খবর, পিএফে জমা মোট টাকার একটা অংশ ‘ফ্রিজ’ করা থাকবে অর্থাৎ ওই টাকায় হাত দেওয়া যাবে না। বাকি টাকা ইউপিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে। ইপিএফ গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্টে দেখতে পারবেন যে তাদের EPF ব্যালেন্সের কত অংশ তোলা যাবে।

নতুন সিস্টেমের অধীনে, ইপিএফ (EPF) গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইউপিআই (UPI) পিন ব্যবহার করে নিরাপদে টাকা তুলতে পারবেন। টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে গেলে, প্রয়োজন অনুসারে টাকা ব্যবহার করতে পারবেন। তা সে ইউপিআই (UPI)-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা হোক বা ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা করা হোক।

সূত্রের খবর, এই সিদ্ধান্তের ফলে সারা দেশে প্রায় ৮ কোটি ইপিএফও (EPFO) গ্রাহকরা উপকৃত হবেন। বর্তমানে ইপিএফ থেকে টাকা তোলার জন্য আবেদন করতে হয়, যা দীর্ঘ এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। যদিও কিছু ক্ষেত্রে অটো-সেটলেটমেন্ট মোডের অধীনে বর্তমানে ইপিএফ দাবি তিন দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। বর্তমানে অটো-সেটলেটমেন্টের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। চিকিৎসা , শিক্ষা, বিয়ে, বাড়ি তৈরির কাজে পিএফের টাকা পাওয়া যায় আবেদনের তিনদিনের মধ্যেই।