AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC MLA: হাত-পা কাটার নিদানের পর এবার সিপিএম-বিজেপিকে বুথে না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা

Abdur Rahim Boxi: তৃণমূল নেতা বলেন, 'সিপিএম-কংগ্রেস-বিজেপি বন্ধুরা শুনে রাখ, আগামী পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস তোমাদেরকে বুথ ছাড়া করবে।'

TMC MLA: হাত-পা কাটার নিদানের পর এবার সিপিএম-বিজেপিকে বুথে না ঢুকতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা
আবদুর রহিম বক্সী
| Edited By: | Updated on: Sep 29, 2022 | 11:27 AM
Share

মালদা: কয়েকদিন আগে বিরোধীদের হাত-পা কেটে নেওয়ার নিদান দিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আরও একধাপ এগিয়ে বিরোধীদের বুথে ঢুকতে বাধা দেওয়ার হুঁশিয়ারি। মারধর করে তাড়িয়ে দেওয়ার নিদান দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী।

তৃণমূল নেতা বলেন, ‘জনসভার মধ্যে তৃণমূল-সিপিএম কর্মীদের হুঁশিয়ার করতে চাই যে আমরা চুপ করে বসে রয়েছি বলে আমরা দুর্বল নই। আমরা মেরুদন্ডহীন নই। সিপিএম-কংগ্রেস-বিজেপি বন্ধুরা শুনে রাখ, আগামী পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস তোমাদেরকে বুথ ছাড়া করবে। এটা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাইছি। আগামী দিনে বুথে তোমাদের কোনও স্থান নেই।’

উল্লেখ্য, গত শনিবার বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘কিছু কিছু নেতার সঙ্গে লোকজন নেই, কলকাতার মাটিতে বসে থাকেন। গ্রামে আসেন না। অথচ তাঁরা হুঙ্কার দিয়ে বলছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের রুখতে আগামী পঞ্চায়েত নির্বাচনে হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিরোধ গড়ে তুলবে। আরেকটা দল, যারা ৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গকে শেষ করেছে, খুন করেছে, সেই খুনি সিপিএম, খুনি বিজেপি, খুনি কংগ্রেস হঠাৎ জেগে উঠে বলছে হাতে বাঁশ নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে তাদের বলতে চাই, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুপ করে বসে আছে। তবে হাতে বালা পরে নেই, বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে।’

ঘটনার বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘আসলে উনি বিরোধী শূন্য করার জন্য চেষ্টা করছেন চুরি যাতে করা যায়। আসলে মানুষ থেকে এরা বিচ্ছিন্ন। মানুষ ওদের চোর-চোর বলে তাড়া করছে। এরপর যখন আরও মানুষ জানবেন আর চোরদেরকে গণ ধোলাই দেবে তখন ওরা শিক্ষা পাবেন।’