‘রেপ করে দেব, বাচ্চাকে আছড়ে মারব’, ভোট মেটার পরও লাগাতর হুমকি, কোলের সন্তান নিয়ে শ্বশুরবাড়ি ছাড়লেন বধূ
ভোট আবহে (West Bengal Assembly Election 2021) চাঞ্চল্যকর ঘটনা সোনারপুরের (Sonarpur) উত্তর বিধানসভা এলাকায়।
সোনারপুর: ‘বাড়িতে ঢুকে রেপ করে দেব, বাচ্চাকে আছাড় মারব’। ভোট মিটলেও এখনও এলাকায় জারি দুষ্কৃতীদের চোখ রাঙানি। আর তাতেই কোলে কোলের সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়লেন গৃহবধূ। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) চাঞ্চল্যকর ঘটনা সোনারপুরের (Sonarpur) উত্তর বিধানসভা এলাকায়।
এলাকার ভোট মিটেছে। স্থানীয়রা ভেবেছিলেন, এবার হয়তো স্বস্তি মিলবে। কিন্তু ভোট মিটলেও এলাকায় চলছে দুষ্কৃতীদের অনুশাসন। সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ অঞ্চলের চামুরহাট অঞ্চলে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাড়ির মহিলারাও।
তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে ৷ বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ৷ ভাঙচুর করা হয়েছে বাইকও ৷ শুধু তাই নয়, কোলের সন্তানকে কেড়ে মেরে ফেলারও হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। এই অবস্থায় ভয়ে কোলের সন্তান নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গেলেন এক গৄহবধূ ৷
তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই অঞ্চলের বিজেপির সভাপতি তরুণ অধিকারী অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ৷ নির্বাচনের দিন এই অঞ্চলের ভোটারদের ভোট দিতে যেতেও বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর ৷
আরও পড়ুন: ওদের মধ্যে এক জনের বয়স সত্তোরের কোঠায়! ডালুবাবুর গাড়িতে ‘হামলায়’ ধৃত তিন তৃণমূল কর্মী
ঘটনায় দু’পক্ষই রবিবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ৷ তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ এলাকায় উত্তেজনা থাকায় নিয়মিত চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল ৷