Murshidabad: একদিনে ৯ সদ্যোজাতের মৃত্যু মুর্শিদাবাদে, প্রশ্নের মুখে জঙ্গিপুর হাসপাতাল

Murshidabad: জঙ্গিপুর হাসপাতালে এসএনসিইউ ওয়ার্ড যে বেহাল তা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন থেকেই। তাই কেন অবস্থার পরিবর্তন করা গেল না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ওয়ার্ডের সারাই হচ্ছে না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহল থেকে।

Murshidabad: একদিনে ৯ সদ্যোজাতের মৃত্যু মুর্শিদাবাদে, প্রশ্নের মুখে জঙ্গিপুর হাসপাতাল
শোরগোল জেলার স্বাস্থ্য মহলে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 8:42 PM

মুর্শিদাবাদ: একদিনে ৯ নবজাতকের মৃত্যু। ঘটনায় তুলকালাম কাণ্ড মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, এদের মধ্যে বেশিরভাগ শিশুকেই জঙ্গিপুর হাসপাতাল থেকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। জঙ্গিপুর হাসপাতালে এসএনসিইউ ওয়ার্ড খারাপ থাকার কারণেই শেষ মূহূর্তে তাদের রেফার করা হয়েছিল বলে খবর। হাসপাতালের সুপার জানাচ্ছেন যে শিশুদের মৃত্যু হয়েছে তাঁদের বেশিরভাগেরই ছিল স্বাভাবিকের থেকে কম ওজন। 

জঙ্গিপুর হাসপাতালে এসএনসিইউ ওয়ার্ড যে বেহাল তা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন থেকেই। তাই কেন অবস্থার পরিবর্তন করা গেল না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ওয়ার্ডের সারাই হচ্ছে না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহল থেকে। জঙ্গিপুর হাসপাতালের পরিকাঠামো নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। এবার এসএনসিইউ ওয়ার্ডের বেহাল দশা নিয়ে চলছে চাপানউতর। গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে জেলার স্বাস্থ্য মহলে। শোরগোল চলছে প্রশাসনিক মহলে। শোকের ছায়া মৃতদের পরিবারে।