Tragic Accident: প্রথমে সামনের চাকা, পরে পিছনের চাকা, বাসের তলায় পিষে মৃত্যু বাস মালিকের

Bus Accident: ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বছর সত্তরের ওই বাস মালিকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় বাস স্ট্যান্ড চত্বরে। পুলিশ ইতিমধ্যেই ওই ঘাতক বাসটিকে শনাক্ত করেছে। বাসের চালককে আটক করে বহরমপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়ে ওই ঘাতক বাসের চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশকর্মীরা।

Tragic Accident: প্রথমে সামনের চাকা, পরে পিছনের চাকা, বাসের তলায় পিষে মৃত্যু বাস মালিকের
বাস দুর্ঘটনায় মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2024 | 7:01 PM

বহরমপুর: বাসের চাকার তলায় পিষে মৃত্যু বাস মালিকের। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। মৃত বাস মালিকের নাম নারায়ণ দেবনাথ। বয়স ৭০ বছর। এদিন দুপুরে বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন বাস মালিক নারায়ণবাবু। বাস স্ট্যান্ডেই একটি বাসের চাকার তলায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর সত্তরের ওই বাস মালিকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় বাস স্ট্যান্ড চত্বরে। পুলিশ ইতিমধ্যেই ওই ঘাতক বাসটিকে শনাক্ত করেছে। বাসের চালককে আটক করে বহরমপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়ে ওই ঘাতক বাসের চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশকর্মীরা।

এদিকে ওই বাসস্ট্যান্ডে বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার শিউরে দেওয়া ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, বাস স্ট্যান্ডে একের পর এক বাস ঢুকছে। মোহনা বাস স্ট্যান্ডে যেখান থেকে বাস ঢুকছিল, তার একপাশে দাঁড়িয়ে ছিলেন বাস মালিক নারায়ণ দেবনাথ। তাঁর হাতে কিছু একটা জিনিস ছিল। যেটির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত বাস চলাচলের পথে ঢুকে পড়েন তিনি। সেই সময়েই একটি বাস আসছিল এবং সেটি প্রথমে ধাক্কা মারে নারায়ণবাবুকে।

বাসের গতি খুব বেশি ছিল না। কিন্তু তাতেও যে অভিঘাত ছিল ধাক্কার, তাতে রাস্তায় পড়ে যান ওই বাস মালিক। এরপর প্রথমে বাসের সামনের দিকের চাকা চলে যায় তাঁর পায়ের উপর দিয়ে। কিছুক্ষণের মধ্যেই পিছনের চাকাও পিষে দেয় তাঁকে। রাস্তার উপর পড়ে থাকে নারায়ণবাবুর নিথর দেহ। আর কোনও নড়াচড়া নেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।